Tuesday, December 9, 2014

সংসদ ও বিরোধী দলের কার্যকারিতা জানতে চায় ইইউ:Time News

সংসদ ও বিরোধী দলের কার্যকারিতা জানতে চায় ইইউ স্টাফ রিপোটার টাইম নিউজ বিডি, ০৮ ডিসেম্বর, ২০১৪ ১৮:২২:০৪ বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদের কার্যকারিতা ও বিরোধী দলের ভূমিকা সম্পর্কে জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের প্রতিনিধি দল। সোমবার বিকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ইইউ এমপি জিম ল্যাম্বার্ট একথা
জানতে চান। বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ সাংবাদিকদের বলেন, ইইউ প্রতিনিধি দল বাংলাদেশের জাতীয় সংসদ কতটা কার্যকর এবং বিরোধী দলের ভূমিকা কি? তা জানতে চেয়েছে। এ সম্পর্কে আমরা তাদেরকে বিস্তারিত বলেছি। এ প্রতিনিধি দল জাতীয় সংসদের কার্যকারিতায় সন্তোষ প্রকাশ করেছে। হানিফ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দলের নেতৃত্বের কাঠামো সম্পর্কেও ইইউ জানতে চেয়েছে। এছাড়া বাংলাদেশে পোশাক কারখানার অবস্থা সম্পর্কেও তারা জানতে চেয়েছে। তবে গত ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে ওই বৈঠকে কোনো আলোচনা হয়নি। বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ। এমআর, জেএ  


No comments:

Post a Comment