ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়লেই লাগাতার কর্মসূচি দেয়া হবে- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে সুরঞ্জিত বলেন, তেল, গ্যাস বিদ্যুতের দাম এমন ভাবে বাড়ানো হবে। সেখানে বিএনপির আন্দোলন করার কোন সুযোগ থাকবে না। রাজনীতিতে বন্ধুহীন এবং এক দেশের উপর নির্ভশীল হয়ে পড়েছে আওয়ামী লীগ- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সারা বিশ্বের সঙ্গে আমাদের সরকারের সু-সম্পর্ক রয়েছে। তারই প্রমাণ, কমনওয়েলথ পার্লমেন্টরি এসোসিয়েশনে (সিপিএ) এবং ইন্টারন্যাশনাল পার্লমেন্টরি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি পদে বাংলাদেশের বর্তমান সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক। মুক্তিযুদ্ধে তারা আমাদের খাদ্য, বাসস্থান, অস্ত্র ও সৈন্য দিয়ে সহযোগিতা করেছেন। এমনকি মুক্তিযুদ্ধে ভারতের ১৮ হাজার সৈন্য প্রাণ দিয়েছে এবং বাংলাদেশের জন্য কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে সারাবিশ্বে জনমত গঠন করছে ভারত। তাই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু বন্ধুত্বপূর্ণ নয়, বিশেষ সম্পর্কই থাকবে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও সূদৃঢ় হবে। খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, মিথ্যাচার করে মানুষকে বিপথে পরিচালনা থেকে বিরত থাকুন। তাহলে দেশের মঙ্গল হবে। সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধূরী, সাবেক রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান মনির চৌধূরী প্রমূখ। এমআর/এসএইচ/এমকে
Monday, December 8, 2014
বিএনপিকে আন্দোলন করার সুযোগ দিব না: সুরঞ্জিত:Time News
ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়লেই লাগাতার কর্মসূচি দেয়া হবে- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে সুরঞ্জিত বলেন, তেল, গ্যাস বিদ্যুতের দাম এমন ভাবে বাড়ানো হবে। সেখানে বিএনপির আন্দোলন করার কোন সুযোগ থাকবে না। রাজনীতিতে বন্ধুহীন এবং এক দেশের উপর নির্ভশীল হয়ে পড়েছে আওয়ামী লীগ- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সারা বিশ্বের সঙ্গে আমাদের সরকারের সু-সম্পর্ক রয়েছে। তারই প্রমাণ, কমনওয়েলথ পার্লমেন্টরি এসোসিয়েশনে (সিপিএ) এবং ইন্টারন্যাশনাল পার্লমেন্টরি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি পদে বাংলাদেশের বর্তমান সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক। মুক্তিযুদ্ধে তারা আমাদের খাদ্য, বাসস্থান, অস্ত্র ও সৈন্য দিয়ে সহযোগিতা করেছেন। এমনকি মুক্তিযুদ্ধে ভারতের ১৮ হাজার সৈন্য প্রাণ দিয়েছে এবং বাংলাদেশের জন্য কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে সারাবিশ্বে জনমত গঠন করছে ভারত। তাই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু বন্ধুত্বপূর্ণ নয়, বিশেষ সম্পর্কই থাকবে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও সূদৃঢ় হবে। খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, মিথ্যাচার করে মানুষকে বিপথে পরিচালনা থেকে বিরত থাকুন। তাহলে দেশের মঙ্গল হবে। সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধূরী, সাবেক রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান মনির চৌধূরী প্রমূখ। এমআর/এসএইচ/এমকে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment