ds.com/ads/server/adserve/www/delivery/ck.php?n=adee8319&cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'> প্রধানমন্ত্রী বলেন, “নিজেরা নির্বাচন করবে না, অন্যদের করতে দেবে না। নির্বাচন যদি না হয় তাহলে সেখানে কী আসবে? তার দৃষ্টান্ত আমরা নিকট প্রতিবেশী দেশে দেখতে পাচ্ছি। বাংলাদেশে দীর্ঘদিন এ ধরনের পরিবেশে মার্শাল ল’ বা মিলিটারি ডিক্টেটর দ্বারা শাসিত হয়েছি। তাহলে আমরা আবার সেই মিলিটারি ডিক্টেটর বা অসাংবিধানিক ক্ষমতার পালাবদল- সেটাই কি হতে দেব? সেটা তো আমরা হতে দিতে পারি না।” খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, “মানুষ খুন করাই তার একমাত্র লক্ষ্য। আমি প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে সুমতি দেন। তিনি যেন এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেন।” প্রধানমন্ত্রী বলেন, “রাজনীতিতে আবার কালো মেঘের ছায়া পড়েছে। এটা সাময়িক, শিগগিরই কেটে যাবে।” বিদেশে দায়িত্ব পালনকারী পেশাদার কূটনীতিকদের পেশাদারিত্বের সঙ্গে বিরোধী দলের অপপ্রচার মোকাবিলার আহ্বান জানান। এসময় ভারতের সঙ্গে তিস্তা ও সীমান্ত চুক্তি দ্রুত সই হচ্ছে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য বাংলাদেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকাসক্তি দূর করা।” নতুন বার্তা/বিজে/জবা
Thursday, January 22, 2015
‘প্রার্থনা করি, আল্লাহ তাকে সুমতি দিন’ :Natun Barta
ঢাকা: বিএনপি-জামায়াত একাত্তর সালের মতো পাকিস্তানি কায়দায় মানুষ হত্যা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন। দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসে প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন প্রধানমন্ত্রী।
ds.com/ads/server/adserve/www/delivery/ck.php?n=adee8319&cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'> প্রধানমন্ত্রী বলেন, “নিজেরা নির্বাচন করবে না, অন্যদের করতে দেবে না। নির্বাচন যদি না হয় তাহলে সেখানে কী আসবে? তার দৃষ্টান্ত আমরা নিকট প্রতিবেশী দেশে দেখতে পাচ্ছি। বাংলাদেশে দীর্ঘদিন এ ধরনের পরিবেশে মার্শাল ল’ বা মিলিটারি ডিক্টেটর দ্বারা শাসিত হয়েছি। তাহলে আমরা আবার সেই মিলিটারি ডিক্টেটর বা অসাংবিধানিক ক্ষমতার পালাবদল- সেটাই কি হতে দেব? সেটা তো আমরা হতে দিতে পারি না।” খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, “মানুষ খুন করাই তার একমাত্র লক্ষ্য। আমি প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে সুমতি দেন। তিনি যেন এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেন।” প্রধানমন্ত্রী বলেন, “রাজনীতিতে আবার কালো মেঘের ছায়া পড়েছে। এটা সাময়িক, শিগগিরই কেটে যাবে।” বিদেশে দায়িত্ব পালনকারী পেশাদার কূটনীতিকদের পেশাদারিত্বের সঙ্গে বিরোধী দলের অপপ্রচার মোকাবিলার আহ্বান জানান। এসময় ভারতের সঙ্গে তিস্তা ও সীমান্ত চুক্তি দ্রুত সই হচ্ছে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য বাংলাদেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকাসক্তি দূর করা।” নতুন বার্তা/বিজে/জবা
ds.com/ads/server/adserve/www/delivery/ck.php?n=adee8319&cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'> প্রধানমন্ত্রী বলেন, “নিজেরা নির্বাচন করবে না, অন্যদের করতে দেবে না। নির্বাচন যদি না হয় তাহলে সেখানে কী আসবে? তার দৃষ্টান্ত আমরা নিকট প্রতিবেশী দেশে দেখতে পাচ্ছি। বাংলাদেশে দীর্ঘদিন এ ধরনের পরিবেশে মার্শাল ল’ বা মিলিটারি ডিক্টেটর দ্বারা শাসিত হয়েছি। তাহলে আমরা আবার সেই মিলিটারি ডিক্টেটর বা অসাংবিধানিক ক্ষমতার পালাবদল- সেটাই কি হতে দেব? সেটা তো আমরা হতে দিতে পারি না।” খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, “মানুষ খুন করাই তার একমাত্র লক্ষ্য। আমি প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে সুমতি দেন। তিনি যেন এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেন।” প্রধানমন্ত্রী বলেন, “রাজনীতিতে আবার কালো মেঘের ছায়া পড়েছে। এটা সাময়িক, শিগগিরই কেটে যাবে।” বিদেশে দায়িত্ব পালনকারী পেশাদার কূটনীতিকদের পেশাদারিত্বের সঙ্গে বিরোধী দলের অপপ্রচার মোকাবিলার আহ্বান জানান। এসময় ভারতের সঙ্গে তিস্তা ও সীমান্ত চুক্তি দ্রুত সই হচ্ছে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য বাংলাদেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকাসক্তি দূর করা।” নতুন বার্তা/বিজে/জবা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment