Monday, December 1, 2014

‘শিক্ষা মন্ত্রণালয়ের লোকজন প্রশ্নফাঁসে জড়িত’:Time News

‘শিক্ষা মন্ত্রণালয়ের লোকজন প্রশ্নফাঁসে জড়িত’ স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ৩০ নভেম্বর, ২০১৪ ১৯:৩২:৫০ ‘ফেসবুক যারা ব্যবহার করে তারা প্রশ্নপত্র ফাঁস করেন না। ফাঁস হওয়ার পর ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের যাদের কাছে প্রশ্নপত্র থাকে তাদের কিছু লোকজন এ কাজের সঙ্গে জড়িত। তাদের না ধরে শিক্ষামন্ত্রী বলছেন, ফেসবুক বন্ধ করে দেবেন। ফেসবুকে ফাঁস হওয়া প্রশ্ন না পাওয়া গেলে এ প্রশ্ন পরে অনেক দামে গ্
রামেগঞ্জে বিক্রি হবে। ফাঁস রোধ করতে হবে।’ ‘বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে পরীক্ষার সময় ফেসবুক বন্ধ করে দেয়া হবে’ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের এমন বক্তব্যের প্রতিবাদ করে সংসদে পয়েন্ট অব অর্ডারে দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ কার্যদিবসে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান এ বক্তব্য দেন। শিক্ষামন্ত্রীর উদ্দেশে পীর ফজলুর রহমান বলেন, ‘ফেসবুক বন্ধ না করে শিক্ষা মন্ত্রণালয়ের যাদের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া দরকার।’ তিনি বলেন, ‘ফেসবুক ব্যবহারকারীরা প্রশ্নপত্র ফাঁস করে না, শিক্ষা মন্ত্রণালয়ের যাদের কাছে প্রশ্নপত্র থাকে তাদের কেউ কেউ প্রশ্ন ফাঁস করে। তাদের শাস্তি দিতে হবে।’ ফজলুর রহমান বলেন, ‘পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করতে পারছে না। সর্বশেষ প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এর আগে জেএসসির প্রশ্নপত্র ফাঁস হয়েছে- এটা বন্ধ করতে না পেরে শিক্ষামন্ত্রী বলেছেন পরীক্ষার সময় ফেসবুক বন্ধ করে দেবেন।’ তিনি আরও বলেন, ‘শিক্ষা নিয়ে আমাদের প্রচুর অর্জন। তবুও পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করা যাচ্ছে না। ফেসবুক বন্ধ না, শিক্ষামন্ত্রীকে দায়িত্ব নিয়ে প্রশ্নপত্র ফাঁসকারীদের শাস্তির আওতায় আনতে হবে। প্রধানমন্ত্রীর অর্জনকে কয়েকজন লুটেরা, চোর ধ্বংস করতে পারে না।’ কেএইচ

No comments:

Post a Comment