ডিআরইউর সভাপতি বাদশাহ, সম্পাদক ইলিয়াস স্টাফ রিপোটার টাইম নিউজ বিডি, ৩০ নভেম্বর, ২০১৪ ১৯:১০:০১ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০১৫ নির্বাচনে সভাপতি পদে ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাখাওয়াত হোসেন বাদশাহ এবং সাধারণ সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টিভির ইলিয়াস হোসেন ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আজ রোববার এক আনন্দময় পরিবেশে ডিআরইউর ২০টি সদস্যের কার্যকরী কমিটির নির্বাচনে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত
ভোট গ্রহণ করা হয়। এবার ২০টি পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারের নির্বাচনে ১ হাজার ৩০৩ জন ভোটাধিকারের মধ্যে ১০৯৬ জন ভোটারি প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান গোলাম সারোয়ার মঞ্জরুল আহসান বুলবুল ফলা ফল ঘোষণা করেন। সহ-সভাপতি পদে ইন্ডিপেন্ডেট পত্রিকার সিনিয়র প্রতিবেদক রফিকুল ইসলাম আজাদ ৬৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বি (ক্র্যাব) সাবেক সহ-সভাপতি সাব্বির মাহমুদ পেয়েছেন ৩১৫ ভোট। সভাপতি পদে অপর ৩ জন ভোট পেয়েছেন সাবেক সাধারণ সম্পাদক ৭১ টেলিভিশনের চিফ এ্যাসাইনমেন্ট এডিটর মনির হোসেন লিটন ৩২৮ ভোট, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দীন৩৫৮ ভোট এবং সাবেক সহ-সভাপতি দৈনিক সকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক আজমল হক হেলাল ৫৮ ভোট। সাধারণ সম্পাদক পদে অপর ৩ জন পেয়েছেন: সাবেক যুগ্ম-সম্পাদক পদে দেশ টিভির. নজরুল কবীর ১৮২ ভোট, সাবেক সাংস্কৃতিক সম্পাদক যুগান্তরের সিনিয়র প্রতিবেদক শফিউল আলম রাজা ১৩২ ভোট এবং বিবিসি বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রাকিব হাসনাত সুমন ৩৪৬ ভোট। যুগ্ম-সম্পাদক পদে ২ প্রার্থী: ডেইলি স্টারের প্রতিবেদক ফেরদাউস মোবারক ৫৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বি জিটিভির সহকারী বার্তা সম্পাদক সালাম ফারুক ৪২০ ভোট পেয়েছেন। সম্পাদক পদে ২ প্রার্থী: আলোকিত বাংলাদেশের রিয়াজ চৌধুরী ৬৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বি ডেইলি সানের শওকত আলী খান লিথো ৩৫০ ভোট পেয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে : নয়া দিগন্তের মঈন উদ্দীন খান ৬৩৩ ভোট পেয়ে নির্বাচিত তার প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সৈয়দ সোহরাব ৩৪৩ ভোট পেয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন; অর্থ সম্পাদক পদে নয়া দিগন্তের সিনিয়র প্রতিবেদক আশরাফুল ইসলাম। দফতর সম্পাদক পদে অনলাইন দৈনিক প্রাইম নিউজের সিনিয়র প্রতিবেদক মেহ্দি আজাদ মাসুম। নারীবিষয়ক সম্পাদক পদে জনকন্ঠের সিনিয়র প্রতিবেদক আইরিন নিয়াজী মান্না । সাংস্কৃতিক সম্পাদক কালের কন্ঠের আজিজুল পারভেজ, বর্তমান ক্রীড়া সম্পাদক বদরুল আলম চৌধুরী খোকন এবং আপ্যায়ন সম্পাদক পদে আমিনুল হক ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কার্যকরী কমিটির নির্বাচিত ৭ সদস্য হলেন- এবিসি রেডিওর শাহনাজ শারমিন, দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের সাজিদা ইসলাম পারুল, ওসমান গনি বাবুল ,ঢাকা টাইমসের হাবিবুর রহমান, মানব কণ্ঠের হরলাল রায় সাগর, আরটিভির ফারুক খান, ও সংগ্রামের কামাল উদ্দিন সুমন। একে/এমএইচ/এসএইচ
No comments:
Post a Comment