হলেন— বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর কিছুক্ষণ আগে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিলের বিভাগের ওই বেঞ্চ। সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানি শুরু হওয়ার আগে মামলার প্রস্তুতির জন্য চার সপ্তাহ সময় আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময় আবেদনের বিরোধিতা করে বলেন, বিচার বিঘ্নিত করার জন্যই সময়ক্ষেপণ করা হচ্ছে। তাই সময় আবেদন নাকচ করে শুনানি শুরু করা হোক। এর পরিপ্রেক্ষিতে সময় আবেদন নাকচ করে দিয়ে শুনানি শুরু করেন আদালত। শুনানিতে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে রয়েছেন খন্দকার মাহবুব হোসেন ও আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে রয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ বিষয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, সময় আবেদন নাকচ করে আদালত শুনানি শুরু করতে বলেছেন। বিএনপির সাবেক এ সংসদ সদস্যকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ১ অক্টোবর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তার বিরুদ্ধে আনা হত্যা, গণহত্যা ও অপহরণ-নির্যাতনের ৯ অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪টিতে ফাঁসির আদেশ দেয় ট্রাইব্যুনাল। একই বছরের ২৯ অক্টোবর খালাস চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন সালাউদ্দিন। তবে সর্বোচ্চ সাজা হওয়ায় আপিল করেনি রাষ্ট্রপক্ষ। হরতালের আগের রাতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২০১০ সালের ১৬ ডিসেম্বর গ্রেপ্তার হন বিএনপির এই নেতা। এর পর ১৯ ডিসেম্বর তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মন্তব্য
Tuesday, June 16, 2015
সালাউদ্দিন কাদেরের আপিল শুনানি শুরু:আরটিএনএন
হলেন— বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর কিছুক্ষণ আগে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিলের বিভাগের ওই বেঞ্চ। সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানি শুরু হওয়ার আগে মামলার প্রস্তুতির জন্য চার সপ্তাহ সময় আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময় আবেদনের বিরোধিতা করে বলেন, বিচার বিঘ্নিত করার জন্যই সময়ক্ষেপণ করা হচ্ছে। তাই সময় আবেদন নাকচ করে শুনানি শুরু করা হোক। এর পরিপ্রেক্ষিতে সময় আবেদন নাকচ করে দিয়ে শুনানি শুরু করেন আদালত। শুনানিতে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে রয়েছেন খন্দকার মাহবুব হোসেন ও আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে রয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ বিষয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, সময় আবেদন নাকচ করে আদালত শুনানি শুরু করতে বলেছেন। বিএনপির সাবেক এ সংসদ সদস্যকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ১ অক্টোবর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তার বিরুদ্ধে আনা হত্যা, গণহত্যা ও অপহরণ-নির্যাতনের ৯ অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪টিতে ফাঁসির আদেশ দেয় ট্রাইব্যুনাল। একই বছরের ২৯ অক্টোবর খালাস চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন সালাউদ্দিন। তবে সর্বোচ্চ সাজা হওয়ায় আপিল করেনি রাষ্ট্রপক্ষ। হরতালের আগের রাতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২০১০ সালের ১৬ ডিসেম্বর গ্রেপ্তার হন বিএনপির এই নেতা। এর পর ১৯ ডিসেম্বর তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মন্তব্য
Labels:
আরটিএনএন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment