Sunday, December 21, 2014

সরাইলে গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক আহত :Natun Barta

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে। রোববার সকাল সাড়ে সাতটার দিকে কালিকচ্ছ ও নোয়াগাঁও ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ বাধে। পুলিশ জানায়, শনিবার দুপুরে কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের মজিবুর রহমানের সঙ্গে নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের পারভেজ মিয়ার বাগবিতণ্
ডা ও হাতাহাতি হয়। এর জের ধরে গতকাল রাত আটটার দিকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রায় ২০ জন আহত হন। পরে আজ সকাল সাড়ে সাতটার দিকে মাইকে ঘোষণা দিয়ে দুই ইউনিয়নের লোকজন লাঠিসোঁটা, দা, বল্লম ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বাধা দিতে এলে তারা পুলিশের ওপরও হামলা চালায়।   সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ বলেন, আমিসহ সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া শতাধিক গ্রামবাসীও আহত হযেছেন। তাদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নতুন বার্তা/জবা  


No comments:

Post a Comment