Friday, December 26, 2014

বিএনপি নেতা গয়েশ্বর গ্রেপ্তার:RTNN

বিএনপি নেতা গয়েশ্বর গ্রেপ্তার নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার ভোর ছয়টার দিকে রাজধানীর সিদ্বেশ্বরীর আয়েশা কমপ্লেক্সের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গয়েশ্বরকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্ত
ারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাশকতার অভিযোগে শুক্রবার ভোরে গয়েশ্বর রায়কে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে সেটি স্পষ্ট করেননি মাসুদুর রহমান। গত বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে রাজধানীর বকশিবাজার এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। এছাড়া আগামীকাল শনিবার গাজীপুরে ২০-দলীয় জোটের সমাবেশ ঘিরে পাল্টা-পাল্টি ঘোষণায় উত্তেজনা চলছে। এর মধ্যেই গয়েশ্বরকে গ্রেপ্তার করা হলো। গাজীপুরে খালেদার জনসভা ঠেকাতে ছাত্রলীগের হুমকির জবাবে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা অনুষ্ঠানে গয়েশ্বর বলেন, ‘২৭ ডিসেম্বের আমরা গাজীপুর যাবই।... সেখানে আমাদের সমাবেশ করতে না দিলে সেদিন সারাদেশে সমাবেশ হবে। গাজীপুরে রাস্তায় ব্যারিকেড দেওয়া হলে সারাদেশে প্রতিরোধ গড়ে উঠবে।’ গ্রেপ্তারের পর গয়েশ্বর নিজে টেলিফোনে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি-কে নিজের গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।’ এর আগে বৃহস্পতিবার রাতে গয়েশ্বরের রায়েরবাজারের বাসায় পুলিশ তল্লাশি চালালেও ওই সময়ে তিনি বাসায় ছিলেন না। কাছাকাছি সময়ে শান্তিনগরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলের বাসায়ও অভিযান চালায় পুলিশ। তিনি বকশিবাজারে সংঘর্ষের সময় ঢাকা মেডিকেলের সামনে সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় পুলিশের করা মামলার আসামি। খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে বুধবার বকশিবাজারে সংঘর্ষের ওই ঘটনায় পুলিশ আরেকটি মামলা করেছে চকবাজার থানায়। দুই মামলায় ৯৩ জনের নাম উল্লেখ করে দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মন্তব্য      


No comments:

Post a Comment