Sunday, December 28, 2014

গুম-খুনে হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে: ফখরুল:RTNN

গুম-খুনে হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে: ফখরুল নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: প্রতিটি গুমের ঘটনার জবাব শেখ হাসিনাকে দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ অবৈধ সরকারের পতন ঘটিয়ে গুম-খুনের বিচার করা হবে। আর গুমের দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে। ফ্যাসিস্ট, স্বৈরাচার, অবৈধ আওয়ামী সরকারের প্রত্যক্ষ মদদে ৫ জানুয়ারি
২০১৪ সালে প্রহসনমূলক নির্বাচনের পূর্বে এবং পরবর্তী সময়ে গুম-খুন অত্যাচারের প্রতিবাদে একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য মির্জা ফখরুল এ হুঁশিয়ারি দেন। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সিঙ্গাপুর বিএনপি ও অঙ্গসংগঠন এ আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, নারায়ণগঞ্জের খুনের ঘটনায় প্রমাণ হয়েছে এসব গুম-খুন ও অপহরণের সঙ্গে কারা জড়িত। আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনকে ব্যবহার করছে। অবৈধ সরকার র্যা ব ও ডিবি পুলিশ দিয়ে বিরোধী নেতাকর্মীদের তুলে নিয়ে গেছে। তিনি বলেন, গুম একটি জঘণ্যতম অপরাধ। আর এ অপরাধের জন্য সরকার দায়ী। বিগত কয়েক বছর ধরে দেশের জনগণ নিদারুণ যন্ত্রনার মধ্যে দিয়ে অতিক্রম করছে। দানব সরকার বাংলাদেশের সমস্ত অর্জনকে ধ্বংস করে দিয়েছে। বিএনপির এই মুখপাত্র বলেন, জনগণকে সঙ্গে নিয়ে এই স্বৈরাচারীদের পতন ঘটানো হবে। আর যারা গুম-খুনের সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে। সরকার একে একে গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানকে বন্ধ করে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার জনগণের উপর দানবের মত বসে আছে। ক্ষমতাসীনদের কথা শুনলে মনে হয়, তারা এদেশর রাজা আর সকলে প্রজা। কিন্তু তারা ভুলে গেছে জনগণই সকল ক্ষমতার উৎস। অনুষ্ঠানে গুম হওয়া ২২ পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করে সিঙ্গাপুর বিএনপি। অনুদানের অর্থ ভুক্তভোগী পরিবারের হাতে তুলে দেন মির্জা ফখরুল। আয়োজক সংগঠনের সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ। মন্তব্য      


No comments:

Post a Comment