Friday, December 26, 2014

ছাত্রলীগ ও পুলিশের দখলে খালেদার জনসভার মাঠ:RTNN

ছাত্রলীগ ও পুলিশের দখলে খালেদার জনসভার মাঠ নিজস্ব প্রতিনিধি আরটিএনএন গাজীপুর: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগামী শনিবারের জনসভাস্থল ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠ পুলিশ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা দখল করে রেখেছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মী লাঠিসোটা নিয়ে জনসভাস্থলে দফায় দফায় মিছিল করেছে। জনসভার ৪৮ ঘণ্টা আগে থেকেই লাঠিসোটায় সজ্জিত হয়ে স্থানটির দখল নিয়ে
ছে ছাত্রলীগ। পাশাপাশি পুলিশও মোতায়েন রয়েছে ওই মাঠে। এর আগে বিএনপিকে কোথাও কোনো সমাবেশ করতে না দেওয়ার ঘোষণা দেয় ছাত্রলীগ। সে অনুসারে বিএনপি ঘোষিত সমাবেশের একই স্থানে ছাত্রলীগও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। সরেজমিনে দেখা যায়, জনসভাস্থল ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মী ও সমর্থক লাঠিসোটা নিয়ে মিছিল করছেন। এ সময় পুলিশের প্রায় অর্ধশত সদস্যও সেখানে উপস্থিত ছিলেন। তবে মিছিল শেষ হলে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঠ থেকে বের করে দেয় পুলিশ। এরপর কলেজের সামনের সড়কে গিয়ে লাঠি মিছিল করেন তারা। জানতে চাইলে ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে দায়িত্বরত জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজায়েত হোসেন বলেন, ‘দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় কোনো পক্ষকেই আমরা মাঠে ঢুকতে দিচ্ছি না। মাঠ এখন আমাদের দখলে আছে।’ এ মাঠে খালেদা জিয়ার জনসভা হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সে বিষয়টি বলতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আমরা কেবল আমাদের কাজটুকু করে যাচ্ছি।’ এদিকে মাঠ নিজেদের দখলে রয়েছে বলে পুলিশ দাবি করলেও বৃহস্পতিবার সারাদিনই সেখানে শোডাউন দিয়েছে ছাত্রলীগ। ওই শোডাউনের সময় মাঠ তাদের ‘দখলে’ আছে বলেও দাবি করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। ছাত্রলীগ গাজীপুর মহানগর কমিটির সদস্য সচিব তৌহিদুল ইসলাম দীপ বলেন, ‘মাঠ আমাদের দখলেই আছে। তবে শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের কাজে আমরা সহযোগিতা করছি।’ বৃহস্পতিবার বিকালে খালেদা জিয়ার জনসভাস্থল ঘুরে দেখা যায়, সেখানে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের কোনো ব্যানার, ফেস্টুন কিংবা পোস্টার নেই।  বরং ছাত্রলীগের দাবির সত্যতা পাওয়া যায়। যে জায়গায় খালেদা জিয়ার জনসভার জন্য মঞ্চ নির্মাণের কথা ছিলো সেখানে বুধবার সকালেই একটি প্যান্ডেল নির্মাণ করেছে ছাত্রলীগ। ওই প্যান্ডেলের সামনে টাঙানো হয়েছে ব্যানার। মন্তব্য      


No comments:

Post a Comment