Thursday, December 25, 2014

৫ জানুয়ারি বিএনপিকে রাজপথে নামতে দেব না :Natun Barta

মাগুরা: আগামী ৫ জানুয়ারি বিএনপিকে দেশের কোথাও রাজপথে নামতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার বিকালে মাগুরার নোমানী ময়দানে জেলা আওয়ামী লীগের এক স্মরণসভায় এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখরের বাবা  সাবেক আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামানের ২১তম মৃত্যুবার্ষিকীর ওই স্মরণসভায় সভাপতিত্ব কর
েন সংগঠনের সভাপতি খান তানজেল হোসেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, “৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে গণতন্ত্র থাকত না। ২০১৯ সালের জানুয়ারির এক দিন আগেও নির্বাচন হবে না।” ৫ জানুয়ারির নির্বাচনকে বরাবরই প্রহসন বলে অভিহিত করে আসছে বিএনপি। ওই নির্বাচনের এক বছর পূর্তির দিন বিএনপি প্রতিবাদী মিছিল-সমাবেশ করবে বলে প্রচার আছে। বিএনপির সম্ভাব্য কর্মসূচির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের এই নেতা হুঁশিয়ার করেন, “আগামী ৫ জানুয়ারি দেশের কোথাও বিএনপির নেতাকর্মীদের রাজপথে নামতে দেয়া হবে না। আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের প্রতিহত করবে।” সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর, স্থানীয় সংসদ সদস্য ডা. সিরাজুল আকবর ও মরহুমের মেয়ে কামরুল লায়লা জলি এমপি প্রমুখ। এর আগে  দুপুরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেও প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী। নতুন বার্তা/এআই/মোআ


No comments:

Post a Comment