Monday, December 1, 2014

ইসরাইলি জোট সরকারে বিদ্রোহ, আগাম নির্বাচন আসন্ন:RTNN

ইসরাইলি জোট সরকারে বিদ্রোহ, আগাম নির্বাচন আসন্ন আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন তেল আবিব: ইসরাইলকে ‘ইহুদিবাদী রাষ্ট্র’ ঘোষণাকে কেন্দ্র করে রবিবার রাতে দেশটির জোট সরকার ভেঙে পড়ার উপক্রম হয়। এ অবস্থায় আগাম নির্বাচনের হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর ওই ইহুদিবাদী রাষ্ট্রের প্রস্তাবটি ইতোপূর্বে মন্ত্রিসভায় পাস হলেও ক্ষমতাসীন জোটের মধ্যপন্থী মন্ত্রীরা এই প্রস্তাবের বিরুদ্ধ
ে বিদ্রোহ ঘোষণা করেছেন। তারা বলছেন,  প্রস্তাবটি আইনে পরিণত হলে দেশটি আরব নাগরিকরা, যারা দেশটির মোট জনসংখ্যার প্রায় ২০ ভাগ,  দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হবেন এবং ইসরাইল তার গণতান্ত্রিক চরিত্র হারাবে। বিদ্রোহী মন্ত্রীদের অন্যতম হচ্ছেন অর্থমন্ত্রী এবং ইয়েশ আতিদ পার্টির নেতা ইয়াইর লেপিড। তিনি ইহুদিবাদী রাষ্ট্রের প্রস্তাবকে ‘হীনম্মন্য রাজনীতি’ বলে প্রকাশ্যেই মন্তব্য করেছেন। তিনি নেতানিয়াহুকে ব্যক্তিগত আক্রমণ করে বলেছেন, পাঁচ সপ্তাহ আগ থেকে প্রধানমন্ত্রীর সাথে তিনি কথা বলা বন্ধ করে দিয়েছেন। ইসরাইলের আইনমন্ত্রী টিপি লিভনি হুমকি দিয়ে বলেছেন, ইসরাইলকে ইহুদিবাদী রাষ্ট্র ঘোষণা করা হলে তিনি পদত্যাগ করবেন। এ অবস্থায় রবিবার নেতানিয়াহু হুমিক দেন যে জোট সরকারের এই অচলাবস্থা অব্যাহত থাকলে তিনি ‘সমাপ্তি’ টানবেন, যাকে আগাম নির্বাচনের স্পষ্ট ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। মাত্র দুবছর আগেই ইসরাইলে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনমত জরিপ বলছে, আবার নির্বাচন হলে চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হবেন নেতানিয়াহু। তবে গাজা যুদ্ধে পরাজয়ের পর তারা জনপ্রিয়তা কমেছে। ইসরাইলি উদারপন্থী দৈনিক হারেৎজ বলছে, দেশটিতে আগাম নির্বাচনের সম্ভাবনা ৯৮%। ইহুদিবাদী রাষ্ট্রের আইনটি বুধবার সংসদে উত্থাপনের কথা ছিল। তবে জোটের ওই অস্থিরতার মধ্যে সেটি স্থগিত করা হয়েছে। সমালোচকরা বলছেন, আইনটি গণতন্ত্র বিরোধী। দেশটির আরব সম্প্রদায়ভুক্ত এমপিরা এটিকে  ‘বর্ণবাদী’ বলে মন্তব্য করেছে। অনেক রাজনৈতিক ভাষ্যকার বলছেন, নেতানিয়াহুর ইহুদিবাদী রাষ্ট্র আইনের আসল উদ্দেশ্য- জানুয়ারিতে অনুষ্ঠিতব্য তার দলের সম্মেলনে গোপন ভোটে নেতা নির্বাচন এবং সম্ভাব্য আগাম নির্বাচনে ব্যক্তিগত ও রাজনৈতিক ফায়দা লাভ। সূত্র: ডেইলি টেলিগ্রাফ মন্তব্য pay per click    


No comments:

Post a Comment