Friday, December 26, 2014

শনিবার গাজীপুরে হরতাল, সারাদেশে সমাবেশ ২০ দলের:RTNN

শনিবার গাজীপুরে হরতাল, সারাদেশে সমাবেশ ২০ দলের নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: গাজীপুরে জনসভা ঠেকাতে ১৪৪ ধারা জারি এবং বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার গাজীপুরে সকাল-সন্ধ্যা হরতাল এবং দেশজুড়ে প্রতিবাদ সমাবেশ করবে ২০-দলীয় জোট। শুক্রবার রাত ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেল
া বিএনপির সভাপতি ফজলুল হক মিলন বলেন, জনসভা ঠেকাতে ১৪৪ ধারা জারির মতো সরকারের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে শনিবার গাজীপুর জেলায় সকাল-সন্ধ্যা পালিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গাজীপুরে ১৪৪ ধারা জারি করে জনসভা করতে না দেয়ায় শনিবার সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে ২০-দলীয় জোট। পূর্বঘোষিত জনসভা করতে না দিয়ে সরকারের ১৪৪ ধারা জারির মতো অগণতান্ত্রিক পদক্ষেপে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। এর আগে গাজীপুরে সরকারের ১৪৪ ধারা জারি এবং স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের গ্রেপ্তারসহ সার্বিক বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করতে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ব্রি. জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, গাজীপুর সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নান, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ। মন্তব্য      


No comments:

Post a Comment