
র্বশেষ এক ঘণ্টা আগে শিশুটির গলার আওয়াজ পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীরা প্রথমে রশি দিয়ে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু তাতে ব্যর্থ হন। পরে রশিতে কাঠ বেঁধেও তাকে উদ্ধার করা যায়নি। এরপর পাটের বস্তা দিয়ে তাকে উঠানোর জন্য নিচে বস্তা ফেলা হয়েছে। পাইপটির ব্যাস মাত্র এক ফুট হওয়ায় অন্য কাউকে পাঠিয়ে তাকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। ওই পাইপে অক্সিজেন দেয়া হচ্ছে। পাইপে একটি মাইক্রোফোনও দেয়া হয়েছে। কারণ শিশুটি বেঁচে থাকলে তার কান্নার আওয়াজ শোনা যাবে এটির মাধ্যমে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বন্ধুদের সঙ্গে খেলার সময় দুর্ঘটনাবশতঃ জিয়াউর (৪) নামে ওই শিশুটি ওই গর্তে পড়ে যায়। পড়ে যাওয়ার পর থেকে স্থানীয় জনগণ ফায়ার সার্ভিসকে খবর দেয়। মন্তব্য
No comments:
Post a Comment