যোগাযোগ করা হয়েছিল। তিনি জানান, এয়ারবাস ৩২০-২০০ বিমানটিতে ১৫৫ জন যাত্রী ছিল। মোস্তফা বলেন, “শেষ যোগায়োগের পূর্বে অন্য একটি রুটে চলে যায় বিমানটি।” বিমানটির সকাল সাড়ে আটটায় সিঙ্গাপুরে পৌঁছার কথা ছিল।–এনডিটিভি। নতুন বার্তা/জিএস/জবা
Sunday, December 28, 2014
১৫৫ যাত্রী নিয়ে ইন্দোনেশীয় বিমান নিখোঁজ :Natun Barta
জাকার্তা: ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরগামী একটি যাত্রীবাহী এয়ার এশিয়া বিমান নিখোঁজ রয়েছে। বিমানটিতে ক্রুসহ ১৫৫ জন যাত্রী ছিল। রোববার বিমানটি ইন্দোনেশিয়ার সুরবায়া থেকে যাত্রা করার পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়। যোগাযোগ মন্ত্রণালয় কর্মকর্তা হাদী মোস্তফা জানান, যোগাযোগ হারিয়ে যাওয়া বিমানটির নাম্বার- কিউজি ৮৫০১। জাকার্তার বিমান নিয়ন্ত্রণ টাওয়ারের সঙ্গে সর্বশেষ সকাল ৬ টা ১৭ মিনিটে
যোগাযোগ করা হয়েছিল। তিনি জানান, এয়ারবাস ৩২০-২০০ বিমানটিতে ১৫৫ জন যাত্রী ছিল। মোস্তফা বলেন, “শেষ যোগায়োগের পূর্বে অন্য একটি রুটে চলে যায় বিমানটি।” বিমানটির সকাল সাড়ে আটটায় সিঙ্গাপুরে পৌঁছার কথা ছিল।–এনডিটিভি। নতুন বার্তা/জিএস/জবা
যোগাযোগ করা হয়েছিল। তিনি জানান, এয়ারবাস ৩২০-২০০ বিমানটিতে ১৫৫ জন যাত্রী ছিল। মোস্তফা বলেন, “শেষ যোগায়োগের পূর্বে অন্য একটি রুটে চলে যায় বিমানটি।” বিমানটির সকাল সাড়ে আটটায় সিঙ্গাপুরে পৌঁছার কথা ছিল।–এনডিটিভি। নতুন বার্তা/জিএস/জবা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment