Wednesday, November 26, 2014

গণতন্ত্রের অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: খালেদা:Time News

গণতন্ত্রের অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: খালেদা সিনিয়র রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৬ নভেম্বর, ২০১৪ ১২:৪৭:১৭ সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদ ডা. শামসুল আলম খান মিলন একটি অবিস্মরণীয় নাম উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমাদের গণতন্ত্র আবারও গভীর খাদের কিনারে গিয়ে পড়েছে। তাই গণতন্ত্রের অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বুধবার গণমাধ্যমে পাঠানো
২৭ নভেম্বর ডা. মিলনের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে তিনি এসব বলেন। বেগম খালেদা জিয়া তাঁর রুহের মাগফিরাত কামনা করে আরও বলেন, স্বৈরাচারী শাসনের শৃঙ্খল থেকে গণতন্ত্রকে উদ্ধার করতে গিয়েই শহীদ হয়েছেন ডা. শামসুল আলম খান মিলন। গণতন্ত্রের জন্য তাঁর এই সর্বোচ্চ ত্যাগ এদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সকল কর্তৃত্ববাদী, স্বৈরাচারী গণতন্ত্র বিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তিনি আমাদের প্রেরণার উৎস। বিএনপি চেয়ারপারসন বলেন, ৫ জানুয়ারীর ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে আবারও গণতন্ত্রকে হত্যা করে একদলীয় দু:শাসনের করাল গ্রাসে গিলে ফেলা হয়েছে বহুদলীয় গণতন্ত্রের পথচলা। গণতন্ত্রের শত্রুরা গণতন্ত্রকে ধ্বংস করে ফেলেছে। ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ধ্বংসকারী অপশক্তিগুলোর চক্রান্ত ও ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে গণতন্ত্রকে মজবুত ভীতের ওপর দাঁড় করাতে হবে। আর তাহলেই ডা. মিলনের আত্মত্যাগ সার্থক হবে। এমএইচ

No comments:

Post a Comment