সারাদেশে শিবিরের বিক্ষোভ চলছে স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৩ নভেম্বর, ২০১৪ ০৯:০৮:২৮ শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি এবং বিসিএসে ছাত্রলীগকে অনৈতিক সুবিধা প্রদানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের বক্তব্যের প্রতিবাদে আজ রোববার সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে ইসলামী ছাত্রশিবির। গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে দলের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবদুল জব্বার ও সেক
্রেটারী জেনারেল আতিকুর রহমান এ কর্মসুচী ঘোষণা করেন। বিবৃতিতে নেতাদ্বয় বলেন, ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাসে যখন ছাত্রসমাজ অতিষ্ঠ হয়ে পড়েছে তখন ছাত্রসমাজকে অবজ্ঞা করে শুধু ছাত্রলীগ কর্মীদের চাকরি দেয়ার ঘোষণা দিয়ে এইচটি ইমাম ছাত্রসমাজের মনে আগুন ধরিয়ে দিয়েছে। এই বক্তব্য ছাত্রসমাজের জন্য চরম অবমাননাকর। অন্য দিকে তার বক্তব্যে উৎসাহিত হয়ে ছাত্রলীগ কর্মীরা দলে নিজের অবস্থান তৈরীর জন্য ক্যাম্পাসগুলোতে অস্ত্রের মহড়া দিয়ে নৈরাজ্যকর পরিবেশ তৈরী করছে, যা শিক্ষার পরিবেশকে আরো ক্ষতিগ্রস্ত করছে। তারা বলেন, সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার সুষ্ঠ পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে। তার এই দায়িত্ব জ্ঞান হীন বক্তব্যে ছাত্রসমাজ এবং দেশবাসী হতবাক ও বিক্ষুদ্ধ। ছাত্রলীগের সন্ত্রাস বা এইচটি ইমামের নৈতিকতাহীন বক্তব্য মেনে নিতে ছাত্রসমাজ প্রস্তুত নয়। শিবির নেতারা বলেন, 'অবিলম্বে শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস বন্ধ ও এইচটি ইমামের বক্তব্য প্রত্যাহার করে ছাত্রসমাজের কাছে ক্ষমা চাওয়ার দাবিতে আগামীকাল রোববার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষনা করছি।' নেতাদ্বয় বলেন, 'আমরা ছাত্রশিবিরের সর্বস্তরের নেতাকর্মীদের শান্তিপূর্ণ উপায়ে এ কর্মসূচি পালনের আহবান করছি। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সহায়তার জন্য আহবান জানাচ্ছি।' এআর
No comments:
Post a Comment