চট্টগ্রাম-রাজশাহীতে হচ্ছে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২২ নভেম্বর, ২০১৪ ১৭:২৯:৩১ উন্নত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে দেশে আরো দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে রাজশাহী ও চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। শনিবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)
নবনির্মিত আউটডোর কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “আমরা মানুষকে ভালোভাবে উন্নত সেবা দিতে চাইলে বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। “ইতিমধ্যে আমরা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে সাথে আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে চট্টগ্রাম ও রাজশাহীতে আরো দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব। ইতিমধ্যে সে নির্দেশ দেওয়া হয়েছে।” এছাড়া সেনাবাহিনীর যে সব হাসপাতালে পাঁচশ শয্যা রয়েছে সেগুলোকে মেডিকেল কলেজ করার কথা বলেন প্রধানমন্ত্রী। “আমি সেনাবাহিনীকে বলে দিয়েছি- যেখানে পাঁচশ বেডের হাসপাতাল আছে, সেখানে মেডিকেল কলেজ করতে পারে।” প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ২৩টি সরকারি মেডিকেল কলেজ আছে। আরো পাঁচটি মেডিকেল কলেজ চালুর প্রক্রিয়া চলছে। গত ছয় বছরে ছয়টি ডেন্টাল কলেজ, পাঁচটি হেলথ টেকনোলজি ইনস্টিটিউট, সাতটি নার্সিং কলেজ ও ১২টি নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন তিনি। বিএসএমএমইউয়ের শহীদ ডা. মিলন হলে এই অনুষ্ঠানে রোগীদের সঙ্গে চিকিৎসকদের ভালো ব্যবহারের পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “রোগী অর্ধেক ভালো হয়ে যায় ভালো ব্যবহার করলে। আপনাদের (চিকিৎসক) ব্যবহারের ওপর রোগীরা ভরসা পায়। সেদিক চিন্তা করেই চিকিৎসা দেবেন।” প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের সরকারের আমলে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি হাসপাতাল করেছিলাম। বিএনপি ক্ষমতায় এসে তা বন্ধ করে দিয়েছে। মানুষকে সেবা থেকে বঞ্চিত করার রাজনীতি আমরা করিনা। জনগণের কল্যাণে আমরা রাজনীতি করি। জনগণ স্বাস্থ্য সেবা পাবে বলেই বিএনপি-জামায়াত তা বন্ধ করে দেয়। তিনি বলেন, প্রত্যেক নাগরিকের ভোট দেওয়া তাদের সম্পূর্ণ ব্যক্তিগত অধিকার। কাকে ভোট দিচ্ছে এ দিক বিবেচনা করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যাবেনা। স্বাস্থ্য সেবা পাওয়াটা সবার মৌলিক অধিকার। এক্ষেত্রেও আমরা কোন রাজনীতি করিনি। প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকারের ঐকান্তিক প্রচেষ্টার কারণে আজ মোবাইল ফোন প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্য সেবা মানুষের দ্বোরগোড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছি। তিনি আরো বলেন, ঢাকা শহরের মানুষ শুধু মাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপর নির্ভরশীল ছিল। কিন্তু আমরা মহানগরী উত্তর-দক্ষিণের আনুপাতিক হারে জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করেছি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর থেকে রেলওয়েকে গলা টিপে হত্যা করে ফেলেছিল। সেই মৃতপ্রায় রেলওয়েকে আমরা কার্যকর ও যুগপোযোগী করেছি। এমনটি রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য শাহজাহানপুরে অবস্থিত রেলওয়ে হাসপাতালের আধুনিকায়নের কাজ করেছি। এসএইচ/জেআই
No comments:
Post a Comment