বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত নওগাঁ করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ২৮ এপ্রিল, ২০১৫ ০৯:১৩:১৯ নওগাঁয় বিএসএফের নির্যাতনে নুরুল ইসলাম (৪৮) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ইসলাম নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৬টায় জেলার সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামের আব্দুর রউফের ছেলে ও ইসলাম পাশের সীমলডাঙ্গা গ্রামেরবাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ভোরে স্থানীয় বেশ কয়েকজন গরু ব্যবসায়ী কলমুডাঙ্গা সীমান্তের ২৩৪ নম্বর পিলারের কাছে ভারতীয় গরু আনতে যায়। এ সময় বিএসএফ সোয়ানঘাট ব্যাটালিয়নের সদস্যরা তাদের ধাওয়া করে নুরুল ও ইসলামকে ধরে নিয়ে যায়। এরপর বিএসএফের নির্যাতনে নুরুল নিহত ও ইসলাম আহত হন। পরে সকাল ৭টার দিকে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ফেলে রেখে যায় বিএসএফ। ১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক রফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে বিজিবির হেফাজতে নেয়া হয়েছে। কেএইচ
No comments:
Post a Comment