'গুম-খুনের ভয়ে দেশের মানুষ আতঙ্কে’ স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৬ নভেম্বর, ২০১৪ ২৩:৫৪:১৫ গুম-খুনের ভয়ে দেশের মানুষে আতঙ্কে আছে অভিযোগ করে এ থেকে মুক্তি পেতে সকলকে বর্তমান সরকার পরিবর্তনের আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন খালেদা জিয়া। বুধবার রাতে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘এখন সারাদেশে গুম-খুনের আতঙ্ক বিরাজ করছে। কেউ আজ নিরাপদ নয়। মা-বাবা-স্বামী-স্ত্রী সব সময় আতঙ্কের মধ্যে দিনাপা
ত করছে, তাদের স্বজনরা নিরাপদে বাসায় ফিরে আসবে কিনা। মানুষ এই সরকারের নিপীড়ন-নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে চায়।’’ ‘‘ এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে পরিবর্তন আনতে হবে। সকলকে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা অবশ্যই পরিবর্তন আনবো, দেশে সুশাসন প্রতিষ্ঠা করবো।’’ গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাতে বগুড়া বিএনপির উদ্যোগে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ওপর লেখা জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলামের সম্পাদিত ‘অকুতোভয় দেশনায়ক’ স্মরক গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠান হয়। তারেকের ৫০ তম জন্মদিন উপলক্ষে এই স্মারক গ্রন্থটি প্রকাশ হয়। খালেদা জিয়া গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। বিএনপি চেয়ারপারসন অভিযোগ করে বলেন, ‘‘ এই সরকার দুর্নীতি-জুলুম-অত্যাচারের অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। দেশের মানুষ এ থেকে পরির্তন চায়।’’ সরকার হটানোর আন্দোলনের প্রতি ইংগিত করে তিনি বলেন, ‘‘ ইউনিয়ন-থানাসহ সকল পর্যায়ে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি করতে হবে। কে বড় কে ছোট,তা বিবেচনা করলে চলবে না। সংগঠন শক্তিশালী ও জোরদার করতে সকলকে মিলে-মিশে ঐক্যবদ্ধ রাখতে হবে।’’ নেতৃত্বের ক্ষেত্রে যারা অসুস্থ তাদের উপদেষ্টা পদে রেখে সংগঠনে সক্রিয় নেতৃত্ব সৃষ্টি করতে হবে বলে পরামর্শ দেন খালেদা জিয়া। বগুড়া জিয়াউর রহমান ও তারেক রহমানের জেলা হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘‘ উত্তরাঞ্চলে সব জায়গায় আমাদের সংগঠনের অবস্থা ভালো। এর মধ্যে বগুড়া এক নম্বরে থাকে সেভাবে দলকে সংগঠিত করুন।’’ বিভিন্ন জেলায় সাংগঠনিক সফরের কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘‘আগামী ২৯ নভেম্বর কুমিল্লায় জনসভা হবে। নীলফামারীতে জনসভা হয়েছে। নাটোর ও কিশোরগঞ্জেরও জনসভা হয়েছে। এসব জনসভায় ব্যাপক জনগণের সম্পৃক্ততা আপনারা দেখেছেন। জনগনের অংশ গ্রহনের বুঝা যায়, তারা এই সরকারের হাত থেকে রক্ষা পেতে চায়।’’ অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন। এ সময়ে বগুড়া জেলা ভিপি সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চাঁন, সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম, গ্রন্থের প্রকাশক মেহেদি হাসান হিমু প্রমূখ উপস্থিত ছিলেন। জেআই
No comments:
Post a Comment