মাশরাফির পর রুবেলের আঘাত খেলা প্রতিবেদক আরটিএনএন ঢাকা: ২৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে ইনিংসে শুরুতেই আঘাত হেনেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ৯ রান করে টাইগার দলনায়কের প্রথম শিকার হয়েছেন ভুসি সিবান্দা। ব্যক্তিগত ৯ রানে মাশরাফির বল তুলে মারতে গিয়ে আরাফাত সানির হাতে ধরা পড়েন সিবান্দা। আর ১১ রান করে মাশরাফির বলেই মুশফিকের দুর্দান্ত ক্যাচে পরিণত হন মাসাকাদজা। অধিনায়কের
পর সফরকারী ইনিংসে আঘাত হানেন রুবেল হোসেন। তবে জিম্বাবুয়ের তৃতীয় উইকেট পতনেও ভূূমিকা আছে মাশরাফির। রুবেলের বল উঁচু করে মারতে গিয়ে মাশরাফির হাতে ধরা পড়েন মারুমা। প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬.১ ওভারে ৩ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ৭৯ রান। এরআগে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২৯৭ করে বাংলাদেশ। মন্তব্য pay per click
No comments:
Post a Comment