নিজামীর খালাস চেয়ে আপিল করা হচ্ছে নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর খালাস চেয়ে আপিল করা হচ্ছে। রবিবার মাওলানা নিজামীর আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। এর আগে গত ২৯ অক্টোবর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ চারটি অভিযোগ প্রমাণিত হ
ওয়ায় নিজামীকে ফাঁসির আদেশ দেয়। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক। নিজামীর বিরুদ্ধে আনীত ১৬টি অভিযোগের মধ্যে আটটি অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে ট্রাইব্যুনাল চারটি অভিযোগে তাকে ফাঁসির আদেশ দেয়। বাকি চারটি অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। এছাড়া প্রমাণিত হয়নি এমন আটটি অভিযোগ থেকে তাকে খালাস দেয় ট্রাইব্যুনাল। প্রমাণিত আটটি অভিযোগ হলো- ১, ২, ৩, ৪, ৬, ৭, ৮ ও ১৬। এর মধ্যে ২, ৪, ৬ ও ১৬ নম্বর অভিযোগে তাকে ফাঁসি দেওয়া হয়। প্রমাণ হয়নি এমন অভিযোগ হচ্ছে- ৫, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫। উল্লেখ্য, একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন মাওলানা মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করা হয়। পরে একই বছরের ২ আগস্ট এক আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। বিস্তারিত আসছে… মন্তব্য pay per click
No comments:
Post a Comment