ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও জামায়াতের সাবেক রোকন মোবারক হোসেনের মামলার রায় আগামীকাল সোমবার ঘোষণা করা হবে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করবেন। হত্যা, আটক, নির্যাতন ও অপহরণের ঘটনায় মোবারকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ৫টি অভিযোগ (চার্জ) গঠন করা হয় গত বছরের ২৩ এপ্রিল। গত ২০১৩
সালের ১২ মার্চ মোবারকের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। ওই দিনই জামিনে থাকা মোবারকের জামিন বাতিল করে জেলহাজতে পাঠানো হয়। এরপর ২০ মে থেকে প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মোট ১২ জন রাষ্ট্রপক্ষে এবং আসামি নিজে ও তার ছেলে সাফাই সাক্ষ্য দেন। এরপর মোবারকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর সাহিদুর রহমান ও সৈয়দ হায়দার আলী যুক্তি উপস্থাপন শেষ করেন। মোবারকের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী মিজানুল ইসলাম এবং তাজুল ইসলাম। পরে মামলার যুক্তি উপস্থাপন শেষে মামলাটি গত ২ জুন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। নতুন বার্তা/এজেখান/জবা
No comments:
Post a Comment