Wednesday, November 26, 2014

রাশিয়ায় রণতরী সরবরাহ স্থগিত করল ফ্রান্স:RTNN

রাশিয়ায় রণতরী সরবরাহ স্থগিত করল ফ্রান্স আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন প্যারিস: ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তুলে ফ্রান্স রাশিয়ার কাছে বিক্রি করা দুটি হেলিকপ্টারবাহী রণতরীর প্রথমটির সরবরাহ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে। মিস্ট্রাল হেলিকপ্টার ক্যারিয়ার নামের ওই রণতরী দুটির দাম ১৫৮ কোটি ডলার। ইউক্রেন সংকটের পরিপ্রেক্ষিতে রাশিয়ার কাছে ওই দুটি রণতরী সরবরাহ না করার জন্য ফ্রান্সের ওপর
চাপ সৃষ্টি করেছে পশ্চিমা মিত্ররা। তবে এজন্য ফ্রান্সকে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ গুণতে হতে পারে। মঙ্গলবার ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওঁলাদের দপ্তর থেকে এক বিবৃতিতে মিস্ট্রাল সরবরাহ স্থগিত করার ঘোষণা দেয়া হয়। বেশ কিছুদিন ধরেই এমন খবর আসছিল যে ফ্রান্স আপাতত ওই দুটি রণতরী সরবরাহ করছে না। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সাথে সরকারি বাহিনীর সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৪৩০০ লোক মারা গিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী ইউরো বরিসভ আশা প্রকাশ করেছেন যে ফ্রান্স চুক্তি মেনে চলবে। সূত্র: এপি মন্তব্য pay per click    

No comments:

Post a Comment