Wednesday, November 26, 2014

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহযোগিতা বাড়ানোর আহ্বান:RTNN

সার্ক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহযোগিতা বাড়ানোর আহ্বান বিশেষ প্রতিনিধি আরটিএনএন কাঠমান্ডু: সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী দিনে ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেপালের সময় বুধবার বেলা ১০টা ৪১ মিনিটে তিনি ভাষণ শুরু করেন। প্রায় ১৩ মিনিট তিনি ভাষণ দেন। শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর জন্য সার্কের সদস্য
দেশগুলোর শীর্ষনেতাদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি দারিদ্র বিমোচন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারে সবাইকে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন। কাঠমান্ডুর সুন্দর পরিবেশে এই সম্মেলন আয়োজন এবং তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোয় নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা ও দেশটির জনগণকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। এর আগে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় কাঠমান্ডুর এক্সিবিশন রোডের ‘রাষ্ট্রীয় সভাগৃহে’ নেপালের জাতীয় সংগীতের মধ্যদিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সার্কের আট দেশের নেতৃবৃন্দের উপস্থিতিতে জোটের বিদায়ী চেয়ারম্যান মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আব্দুল গাইয়ুম কাঠমান্ডু সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। রীতি অনুযায়ী এরপর তিনি এবারের স্বাগতিক দেশ নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার হাতে দায়িত্ব হস্তান্তর করেন। সদস্য রাষ্ট্রগুলোর পক্ষে মঙ্গল প্রদীপ জ্বেলে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা উদ্বোধনী ভাষণ দেন। দুই বছর স্থগিত থাকার পর কড়া নিরাপত্তার মধ্যে নেপালে এবারের সার্ক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার নেপাল যান। মন্তব্য pay per click    

No comments:

Post a Comment