Wednesday, November 26, 2014

'ব্যবসায়ীদের ৩-৫ বছরের ভিসা দেবে ভারত':Time News

'ব্যবসায়ীদের ৩-৫ বছরের ভিসা দেবে ভারত' মো: কামরুজ্জামান, কাঠমন্ডু থেকে টাইম নিউজ বিডি, ২৬ নভেম্বর, ২০১৪ ১৩:১৩:৪৪ সব ধরণের সন্ত্রাসী কার্যকলাপের মোকাবেলা করে সবাইকে নিয়ে একসাথে উন্নতি করতে চায়-এমন দাবি করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সার্কভুক্ত দেশগুলোর জন্য ৩ থেকে ৫ বছরের ব্যবসায়িক ভিসা দেওয়া হবে। আজ (বুধবার)নেপালের রাজধানী কাঠমন্ডুর সিটি হলে সকালে সার্কের ১৮তম শীর্ষ সম্মেলনে বক্তৃতাক
ালে ভারতের প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন। দুইদিনের সার্ক শীর্ষ সম্মেলনের প্রথম দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, ভারত তিন থেকে পাঁচ বছরের জন্য ব্যবসা ভিসা দেবে যাতে ব্যবসায়ীরা আরও সহজভাবে তাদের কার্যক্রম চালাতে পারেন। নরেন্দ্র মোদি বলেন, সার্ক দেশগুলোর সঙ্গে ভারতের বিশাল বাণিজ্য রযেছে। তবে তা টেকসই নয়। আসিয়ান বা ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলোর অভ্যন্তরীণ বাণিজ্যের তুলনায় সার্কভূক্ত দেশের বাণিজ্যকে অপ্রতুল উল্লেখ করে এ ব্যাপারে সবাইকে নজর দেয়ার আহবান জানান মোদি। সার্কের অন্যান্য দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, আমরা এক হয়ে কাজ শুরু করি। আমাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করি। নিজেদেরকে এগিয়ে নিয়ে যাই। এক দেশের ভূখন্ড ব্যবহার করে যেন অন্যদেশে কোন ধরণের সন্ত্রাসী কার্যকলাপ চালানোর সুযোগ কেউ না পায় সে ব্যাপারে সদস্য দেশগুলোকে আরও সতর্ক হবার আহবান জানান মোদি। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও সদস্য দেশগুলোর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে, ভুটানের প্রধানমন্ত্রী লিওনচেন শেরিং তবগে, মালদ্বীপের রাষ্ট্রপতি আবদুল্লাহ ইয়ামিন আব্দুল গাইয়ুম, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা ও আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ ঘানি অংশ বক্তব্য দেন। উল্লেখ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিত সংস্থা (সার্ক)-এর কোন অধিবেশনে এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম অংশগ্রহণ। এর আগে সকাল ৮টার মধ্যেই হোটেল সলটি থেকে দক্ষিণ এশিয়ার আট দেশের শীর্ষ নেতারা সম্মেলন স্থল সিটি হলে (রাষ্ট্রীয় সভা গৃহ) পৌঁছান। কাঠমন্ডুর মিডিয়া হল থেকে

No comments:

Post a Comment