ুষমার মেয়ে ললিত মোদির আইনজীবী। তিনি ললিতের কাছ থেকে টাকা নেন। এ অবস্থায় সুষমা স্বরাজ ললিত মোদির জন্য ব্রিটিশ সরকারের সাথে তদবির করে অন্যায় করেছেন। অ্যাডভোকেট ভূষণ বলেন, তিনি যেটা করেছেন, আমার মতে সেটা সম্পূর্ণ অন্যায়। কারণ এতে স্বার্থের সংঘাত ঘটেছে। কংগ্রেস নেতা পিএল পুনিয়া বলেন, সুষমা স্বরাজ বিষয়টা নিয়ে যে পথ অবলম্বন করেছেন, তা আসলে জাতীয় স্বার্থের পরিপন্থী। সুষমার পদত্যাগের দাবিতে তার বাড়ির সামনে বিক্ষোভ করেছে কংগ্রেস। এজন্য বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। বেকায়দায় পড়ে সুষমা রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করে তার অবস্থান ব্যাখ্যা করেছেন। তবে বিজেপির সভাপতি অমিত শাহ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সুষমার পক্ষে অবস্থান নিয়েছেন। বিজেপির প্রভাবশালী নেতা সুষমাকে নিয়ে বিতর্কের শুরু তার একটি ইমেইল ফাঁস হয়ে যাওয়ার সূত্র ধরে। ইমেইলে দেখা যায়, সুষমা ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ এমপি কিথ বাজ ও ভারতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস বেভানের সাথে লোলিত মোদির ভিসা পাওয়ার ব্যাপারে কথা বলেছেন। ব্রিটিশ গণমাধ্যমের মতে, এমপি কিথ বাজ লোলিত মোদিকে ভিসা দিতে যুক্তরাজ্যের শীর্ষ অভিবাসন কর্মকর্তাদের উপর চাপ প্রয়োগ করতে সুষমার নাম উল্লেখ করেছিলেন। এরপর ২৪ ঘণ্টার কম সময়ে ভিসা নিয়ে লোলিত মোদি গত বছরের জুন মাসে দেশত্যাগ করেন। শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে ২০১০ সালে আইপিএল থেকে পদত্যাগ করেন ললিত মোদি। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া মন্তব্য
Monday, June 15, 2015
‘মোদি বিতর্কে’ সুষমা স্বরাজের পদত্যাগের দাবি জোরালো:আরটিএনএন
ুষমার মেয়ে ললিত মোদির আইনজীবী। তিনি ললিতের কাছ থেকে টাকা নেন। এ অবস্থায় সুষমা স্বরাজ ললিত মোদির জন্য ব্রিটিশ সরকারের সাথে তদবির করে অন্যায় করেছেন। অ্যাডভোকেট ভূষণ বলেন, তিনি যেটা করেছেন, আমার মতে সেটা সম্পূর্ণ অন্যায়। কারণ এতে স্বার্থের সংঘাত ঘটেছে। কংগ্রেস নেতা পিএল পুনিয়া বলেন, সুষমা স্বরাজ বিষয়টা নিয়ে যে পথ অবলম্বন করেছেন, তা আসলে জাতীয় স্বার্থের পরিপন্থী। সুষমার পদত্যাগের দাবিতে তার বাড়ির সামনে বিক্ষোভ করেছে কংগ্রেস। এজন্য বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। বেকায়দায় পড়ে সুষমা রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করে তার অবস্থান ব্যাখ্যা করেছেন। তবে বিজেপির সভাপতি অমিত শাহ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সুষমার পক্ষে অবস্থান নিয়েছেন। বিজেপির প্রভাবশালী নেতা সুষমাকে নিয়ে বিতর্কের শুরু তার একটি ইমেইল ফাঁস হয়ে যাওয়ার সূত্র ধরে। ইমেইলে দেখা যায়, সুষমা ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ এমপি কিথ বাজ ও ভারতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস বেভানের সাথে লোলিত মোদির ভিসা পাওয়ার ব্যাপারে কথা বলেছেন। ব্রিটিশ গণমাধ্যমের মতে, এমপি কিথ বাজ লোলিত মোদিকে ভিসা দিতে যুক্তরাজ্যের শীর্ষ অভিবাসন কর্মকর্তাদের উপর চাপ প্রয়োগ করতে সুষমার নাম উল্লেখ করেছিলেন। এরপর ২৪ ঘণ্টার কম সময়ে ভিসা নিয়ে লোলিত মোদি গত বছরের জুন মাসে দেশত্যাগ করেন। শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে ২০১০ সালে আইপিএল থেকে পদত্যাগ করেন ললিত মোদি। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া মন্তব্য
Labels:
আরটিএনএন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment