Tuesday, April 28, 2015

৫০০ কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া হয়েছে: বিএনপি:আরটিএনএন

৫০০ কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া হয়েছে: বিএনপি নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে পাঁচ শতাধিক কেন্দ্রে সরকার সমর্থকরা বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।   মঙ্গলবার দুপুরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির পক্ষে এক ব্রিফিংয়ে এ অভিযোগ করেন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোটেক মাসুদ আহমেদ তালুকদার।   তিনি বলেন
, ‘বেশিরভাগ কেন্দ্রে এজেন্টদের বের করে দেয়া হয়েছে। সেনাবাহিনী না থাকায় সরকার সমর্থকরা নিরব সন্ত্রাস চালাচ্ছে। এ অবস্থায় ভোটাররা কেন্দ্রে দাঁড়িয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারবে কিনা সে আস্থা পাচ্ছে না। এতে ভোটাররা কেন্দ্রে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছেন।’   মাসুদ আহমেদ বলেন, ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিলেও নির্বাচন কমিশন ও প্রশাসন চরমভাবে ব্যর্থ হয়েছে। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তারা দলীয় কর্মীর ভূমিকা পালন করছেন।’   পর্যবেক্ষক প্রসঙ্গে বলেন, ‘সরকার দলীয় লোকেরা পর্যবেক্ষকের ভূমিকায় কেন্দ্রে এবং কেন্দ্রের বাইরে ভোটারদের সঙ্গে রহস্যজনক আচরণ করছে। তারা জোড় করে তাদের প্রার্থীদের পক্ষে সিল মারছে।’   তিনি বলেন, ‘আমরা দেখেছি কেন্দ্রের ভেতেরে এক অবস্থা, আর বাইরের অবস্থা অন্যরকম। বাইরের অবস্থা সুষ্ঠু হলেও ভেতরে নিরব সন্ত্রাস চালাচ্ছে। বাইরের সুষ্ঠু পরিবেশ দিয়ে বিদেশি পর্যবেক্ষক ও বাংলাদেশে অবস্থিত দূতাবাসগুলোকে বুঝাতে চাচ্ছে যে ভোট সুষ্ঠু হচ্ছে।’ তিনি সিটি নির্বাচনের সব ধরনের অনিয়মের দায় দিয়ে নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদসহ সব কমিশনারদের পদত্যাগ দাবি করেন। সুষ্ঠু নির্বাচন হওয়ার আর কোনো সম্ভবনা নেই উল্লেখ করে তিনি বলেন, সরকার সমর্থিতদের সাথে এবার নির্বাচন কমিশনও ভোট কেন্দ্রে সন্ত্রাস করছে। আওয়ামী লীগ মনোনিত প্রার্থীদের বিজয়ী করতে ইসি মনোনিত লোকরাই সন্ত্রাস চালাচ্ছে। এই কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সম্পূর্ণ ব্যার্থ হয়েছে। ফলে তাদের এই পদে থাকার আর কোনো অধিকার নেই। মন্তব্য      

No comments:

Post a Comment