“জিহাদি ধর্ম বিধিতে চুড়ান্ত মৃত্যুদণ্ড ঘোষণা করে জুরিগণ” মুন্নাফ রশিদ টাইম নিউজ বিডি, ১৬ জুন, ২০১৫ ১৯:৪৩:৫৯ এ পর্যন্ত কয়েকবার উড়ো বা ঠিকানাবিহীন চিঠির মাধ্যমে দেশের বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দিয়ে আসছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিম। বিভিন্ন নামের ব্যক্তিদের হুমকি দিলেও এবারই প্রথমবারের মত হুমকি দেয়া হয়েছে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে।যে চিঠিটি আনসারুল্লাহ বাংলাটিম-১৩ শাখা হতে প
াঠানো হয়েছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ ২৫ বিশিষ্ট ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। শাহবাগ থানার অফিসার ইন চার্জ (ওসি) আবু বকর সিদ্দিক টাইমনিউজবিডিকে বলেন, আনসারুল্লাহ বাংলাটিমের সূরা সদস্যের বৈঠক আমেলায় মহামান্য জুরিগণ জিহাদি ধর্ম বিধিতে তাদের চুড়ান্ত মৃত্যুদণ্ড ঘোষণা করে বলে উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের অফিসে একটি চিঠিতে এ হুমকি দেয় নিষিদ্ধ ঘোষিত এ সংগঠনটি। আবু বকর সিদ্দিক বিষয়টি সর্ম্পকে বলেন, এই ঘটনায় ঢাবি'র প্রক্টর আমজাদ আলী দুপুর ২টা ১০মিনিটের দিকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ঢাবি'র প্রক্টর আমজাদ আলীর দায়ের করা ডায়েরির বরাত দিয়ে তিনি বলেন, ডায়েরিতে সরাসরি তাদেরকে হুমকি প্রদান করা হয়েছে। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, আনসারুল্লাহ বাংলাটিমের সূরা সদস্যের বৈঠকে আমেলায় মহামান্য জুরিগণ জিহাদি ধর্ম বিধিতে তাদের চুড়ান্ত মৃত্যুদণ্ড ঘোষণা করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করেছি এবং তদন্ত কাজ শুরু করেছি বলেও জানান আবু বকর সিদ্দিক। তালিকায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ছাড়াও আরো যাদের নাম রয়েছে তারা হলেন- ঢাবির ইতিহাস বিভাগের শিক্ষক ও ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, বিশিষ্ট লেখক ও শিক্ষক অধ্যাপক জাফর ইকবাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহরিয়ার কবির, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সাংবাদিক মুন্নী সাহা, বৈশাখী টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, সঙ্গীতা ইমাম, উপস্থাপিকা নবনীতা চৌধুরী, গণজাগরণ মঞ্চের একাংশের নেতা কামাল পাশা চৌধুরী, দৈনিক ইত্তেফাক পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক শাহীন রেজা নূর, গণজাগরণ মঞ্চের কর্মী মাহমুদুল হক মুন্সী বাঁধন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু, ব্লগার কানিজ আকলিম সুলতানা, গণজাগরণ মঞ্চের কর্মী এস এম শাহীন, আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক আরাফাত রহমান। এর আগে ২ জুন মঙ্গলবার দুপুর আনুমানিক ৩ টার দিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরীসহ ৭ জনকে হত্যার হুমকি দিয়েছিলো আলকায়েদা আনসারুল্লাহ বাংলা টিম-১৩। খয়েরী খামের ওই চিঠিটি দুপুরে সাবেক ভিসি এ কে আজাদ এর ঠিকানায় আসে। লাল কালিতে লেখা আলকায়েদা আনসারুল্লাহ বাংলা টিম-১৩ স্বাক্ষরিত ঐ চিঠিতে তিনি সহ আরো ৭ জনের নাম রয়েছে। ৭ জনের ৪ জনই ঢাবি শিক্ষক। পরদিন মঙ্গলবার এ বিষয়ে রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দ্বায়ের করেছিলেন ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ। হুমকির ওই চিঠিতে অন্য যাদের নাম উল্লেখ করা হয়েছিলো তারা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ, জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, কলা অনুষদের ডিন ড. মোহাম্মদ আক্তারুজ্জামান, আবু মুসা এম মাসুদজ্জামান জাকারিয়া মাসুদ ও অভিনেত্রী শমী কায়সার। এই লিস্টের এক নম্বরে ছিলেন, ঢাবি সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী যার নামের পাশে ব্রাকেটে ইংরেজিতে লেখা আছে (আই.এনিমি), দ্বিতীয় নম্বরে রয়েছেন-স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল পাশে ব্রাকেটে ইংরেজিতে লেখা (ট্রেইটর.বিডি)। যথাক্রমে জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন (এন্টি ইসলাম.রাইটার.ডিউ), অভিনেত্রী শমী কায়সার (নাস্তিক),আবু মুসা এম মাসুদজ্জামান জাকারিয়া মাসুদ (এন্টি. ইসলাম.ওয়ারকার), অধ্যাপক ড. এ এম আমজাদ (ডিফেমার.ডিউ), কলা অনুষদের ডিন ড. মোহাম্মদ আক্তারুজ্জামান (আই.এনিমি)। চিঠিতে উল্লেখিত নাম গুলোর নিচে ইংরেজিতে লেখা আছে, "সেকন্ড লিস্ট অব ডেথ, মাস্ট ইউ উইল প্রিপেয়ার ফর ডেথ, আলকায়েদা-আনসারুল্লাহ বাংলাটিম-১৩"। যেখানে সাত জনের নাম উল্লেখ করে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলা হয়। ওই ঘটনায় জিডি করার করার ব্যাপারে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া টাইমনিউজবিডিকে বলেছিলেন, এ ব্যাপারে আমাদের তৎপরতা এবং বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। তদন্ত টিম গঠনের ব্যাপারে তিনি বলেছিলেন, এখনো পর্যন্ত কোন তদন্ত টিম গঠন করা হয়নি তবে যারা এই হুমকি দিয়েছে তাদের ধরতে আমরা আইনি পদক্ষেপ নিয়েছি। দুই জুন ওই হুমকি প্রদানের ২ সপ্তাহ আগে ২০ মে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বুদ্ধিজীবী ও লেখক সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালসহ প্রগতিশীল ১০ বিশিষ্ট্য নাগরিককে হত্যার হুমকি দিয়েছেছিলো এই সংগঠনটি। ২০ মে বুধবার ডাকযোগে ‘আল কায়েদা-আনসারুল্লাহ বাংলাটিম-১৩’নামের এই নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনঠি হত্যার হুমকি দেয়। ওই চিঠির তালিকায় সবার উপরে ছিলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের নাম। যার নামের পাশে লেখা রয়েছে (এন্টি ইসলাম. এডভাইজার)। দ্বিতীয় নম্বরে ছিলেন, ঢাবি উপাচার্য আরেফিন সিদ্দিকের নামের পাশে লেখা (আই. দুশমন.ভিসি)। পর্যায় ক্রমে যারা ছিলেন তারা হলেন, তারানা হালিম (নাস্তিক), জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার (হিন্দু মৌলবাদ), ইমরান এইচ সরকার (ব্লগার), কাবেরী গায়েন (আই.এনিমি.ডিইউ), বিকাশ সাহা (আই.দুশমুন), ইকবালুর রহিম (আই. দুশমুন), পলান সুতার (এন্টিবাংলাদেশ.র.এডভাইজার) ও মুহম্মদ জাফর ইকবালের (সেক্যুলার) নাম। উল্লেখ্য, মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়সহ তিন ব্লগার হত্যায় সন্দেহভাজন 'আনসারুল্লা বাংলা টিমকে' মে মাসে নিষিদ্ধ করে সরকার। এমআর/এসএইচ
No comments:
Post a Comment