তিন মামলায় মির্জা ফখরুলের জামিন নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: তিন মামলায় কারাবন্দি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নুরুজ্জামান নবী ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ জামিন দেয়। রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় পুলিশের দায়ের করা ওই তিন মামলায় আদালতে চার্জশিট দাখিল করার আগ পর্যন্ত চিকিৎসা সেবা
নেয়ার জন্য ফখরুলকে জামিন দেয়া হয়। মির্জা ফখরুলকে ওই তিন মামলায় কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে গত ১৬ এপ্রিল হাইকোর্টের একই বেঞ্চ রুল জারি করেছিল। রুলের শুনানি শেষে আজ আদালত তার জামিন মঞ্জুর করেন। আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। তাকে সহযোগিতা করেন মাসুদ রানা ও ব্যারিস্টার এহসানুর রহমান। এ সময় মির্জা ফখরুলের পক্ষে আদালতে প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ উপস্থিত ছিলেন। মন্তব্য
No comments:
Post a Comment