Monday, March 2, 2015

রাজধানীর বিভিন্ন স্পটে পুলিশ-পিকেটার সংঘর্ষ, গাড়িতে আগুন:Time News

রাজধানীর বিভিন্ন স্পটে পুলিশ-পিকেটার সংঘর্ষ, গাড়িতে আগুন স্টাফ রিপাের্টার টাইম নিউজ বিডি, ০২ মার্চ, ২০১৫ ১০:৫৫:৫৭ ২০ দলীয় জোটের হরতালের সমর্থনে মিছিল এবং পিকেটিং করেছে ২০ দলের নেতাকর্মীরা। রাজধানীর গুলশানের হাতিরঝিল, বসুন্ধরা গেট এবং আরামবাগে প্রায় অর্ধশতাধিক গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সকাল ১০ টায় মহাখালীর টিবি গেটে হরতাল সমর্থকরা মিছিল এবং গাড়ি ভাংচুর করে। এছাড়া প্রাইভেট কারসহ আগুর দেয়
া হয় বেশ কয়েকটি গাড়িতে। এ সময় পুলিশ বাধিা দিলে পুলিশের সাথেও সংঘর্ষ হয় পিকেটারদের সাথে। এ ঘটনায় গাড়ির যাত্রীসহ কমপক্ষে ১০ জন আহত হন। এছাড়া, সকাল ৮.৩০ ফকিরাপুল আরামবাগে পিকেটাররা এমপির স্টীকার লাগানো একটি মাইক্রোবাস ব্যাপক ভাংচুর করে এবং বেশ কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটায়। এ ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়। এদিকে সকাল ৮ সাড়ে ৮ টায় কমপক্ষে ২০ থেকে ২৫ গাড়ি ভাংচুর করা হয়েছে রাজধানীর বসুন্ধরা গেটে এলাকায়। এ সময় পুলিশ পোষ্ট লক্ষ করে কমপক্ষে ৮ টি ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ পোষ্টের ইনচার্জ সার্জেন্ট আইনুল। এ সময় পুলিশ ফাকা গুলি করে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় সাধারণ মানুষসহ কমপক্ষে ১০ জন আহত হন। ইআর  


No comments:

Post a Comment