ঢাকা: ব্যাটিংয়ে বাংলাদেশের দাপট ছাপিয়ে মিরপুরে বড় হয়ে উঠেছে বৃষ্টি। ইনিংসের ১৬তম ওভার চলাকালে বৃষ্টিতে বন্ধ হয় ম্যাচ। ১৫.৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১১৯ রান। তামিম ৫৭ ও লিটন ৩ রানে ব্যাট করছেন। ব্যাট হাতে তামিম ইকবাল, সৌম্য সরকার মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের বোলিংকে রীতিমতো শাসনই করছেন। কিন্তু তাদের আগ্রাসী ব্যাটিংয়ে ১৪তম ওভারেই একশো রান পূর্ণ হয়েছে বাংলাদেশের। কিন্তু দলীয় ১০২
রানে র্দুভাগ্যজনকভাবে রানআউট হয়ে সাজঘরে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার। ব্যক্তিগত ৫৪ রানে রানআউট হন তিনি। তামিম-সৌম্যর ৮৫ বলে ১০২ রানের জুটি ভারতের বিরুদ্ধে ওপেনিংয়ে বাংলাদেশের সেরা। এর আগে সর্বোচ্চ ৮০ রানের জুটি গড়েছিলেন তামিম-ইমরুল ২০১০ সালে। আউট হওয়ার আগে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেছেন সৌম্য। তামিমও হাফ সেঞ্চুরি করেছেন। এটি তার ক্যারিয়ারের ৩০তম হাফ সেঞ্চুরি। এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টসভাগ্যের খেলায় জয় পান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এদিকে বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে ওপেনার লিটন দাস ও বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের। ওয়ানডে জার্সিতে বাংলাদেশের ১১৭তম ও ১১৮তম ক্রিকেটার হচ্ছেন তারা দুজন। বাংলাদেশ খেলছে চার পেসার নিয়ে। মাশরাফি, রুবেল, তাসকিনের সঙ্গে একাদশে থাকছেন মোস্তাফিজ। একাদশে জায়গা হারিয়েছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি। এছাড়া মুমিনুল হক ও রনি তালুকদার ঠাঁই পাননি একাদশে। ভারতীয় দলের একাদশে জায়গা পাননি আকসার প্যাটেল, স্টুয়ার্ট বিনি, আম্বাতি রাইডু ও ধাওয়াল কুলকার্নি। দুদলের মধ্যকার এটি ৩০তম ওয়ানডে। নতুন বার্তা/ জেএ
No comments:
Post a Comment