Wednesday, June 17, 2015

রাজধানীতে হরতাল সমর্থনে জামায়াতের মিছিল:টাইমনিউজ

রাজধানীতে হরতাল সমর্থনে জামায়াতের মিছিল স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৭ জুন, ২০১৫ ১৪:৫৬:৪৪ বাংলাদেশে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন বলেছেন, তথাকথিত মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে হত্যার ষড়যন্ত্রের নীলনঁকশা করছে সরকার। তিনি আরো বলেন, মিথ্যা ও বায়বীয় অভিযোগে এভাবে একজন জাতীয় নেতার বিরুদ্ধে ঘৃণ্য চক্রান্ত্রের মাধ্য
মে সরকার নিজেই মানবতাবিরোধী অপরাধ করছে। দেশের ইসলামপ্রিয় ও দেশপ্রেমিক জনগণ এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের সব অপকর্মের রেকর্ড সংরক্ষন করছে। এদিকে, বুধবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী। খিলগাঁও থানা: মহানগরীর মজলিসে শূরা সদস্য ও খিলগাঁও থানা আমীর সগির বিন সাইদের নেতৃত্বে সকাল ৭.৪৫টায় রাজধানীর সিপাহীবাগ সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী পূর্বের সভাপতি এম. শামীম, জামায়াত নেতা জুলফিকার আলী, মাহমুদ হাসান, ছাত্রনেতা পাঠান, রেদোয়ান প্রমূখ। কাফরুল: সাড়ে ৬টায় মিছিল মিছিল বের করে কাফরুল থানা জামায়াত। মহানগরীর মজলিসে শূরা সদস্য ও কাফরুল থানা আমীর অধ্যাপক আনোয়ারুল করিমের ইব্রাহিমপুর সড়কে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেমের মাধ্যমে শেষ হয়। মিছিলে আরো উপস্থিত ছিলেন ভাষানটেক থানার সেক্রেটারী মো. আলাউদ্দিন, জামায়াত নেতা মো. সেলিম খলিফা, খান হাবীব মোস্তফা, তৌফিকুল হক, আহাদ বিহারী, নিয়াজী, ইকবাল হোসেন, মাহবুবুর রহমান, ছাত্রনেতা শামীম আহমেদ প্রমুখ। মিরপুর পশ্চিম: মহানগরীর মজলিসে শূরা সদস্য ও মিরপুর পশ্চিম থানা আমীর নূরুল ইসলাম আকন্দের নেতৃত্বে ভোর সাড়ে ৫টায় রাজধানীর রাজধানীর কল্যাণপুর সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। মিছিলে আরো উপস্থিত ছিলেন, বেলায়েত হোসেন, রজব আলী, দেলোয়ার হোসেন, আতাউর রহমান, তাজুল ইসলাম প্রমূখ। খিলক্ষেত: থানা আমীর এম এ মান্নানের হরতালের সমর্থনে সকাল ৬টায় মিছিল ও পিকেটিং করেছে খিলক্ষেত থানা জামায়াত। সকাল ৬টায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। তেঁজগাও: থানা সেক্রেটারি শেখ নেয়ামুল করিমের নেতৃত্বে মিছিল ও পিকেটিং করেছে তেঁজগাও থানা জামায়াত। উপস্থিত ছিলেন জামায়াত নেতা এডভোকেট রেজাউল ইসলাম, ফরিদ আহমেদ রুবেল প্রমূখ। বাড্ডা-ভাটারা: হরতালের সমর্থনে সকাল ৬টায় বিক্ষোভ মিছিল করেছে বাড্ডা ও ভাটারা থানা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কলাবাগান-নিউমার্কেট: সকাল ৭টায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে কলাবাগান-নিউমার্কেট থানা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পথসভার মাধ্যমে শেষ হয়। রামপুরা থানা: রামপুরা থানা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন থানা সেক্রেটারী হাসান ইমাম। রামপুরা প্রধান সড়কে অনুষ্ঠিত এই মিছিলে বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। পল্লবী থানা: জামায়াত নেতা ইকবাল হোসেনের নেতৃত্বে সকাল সোয়া ৬টায় ১১ নং বাজার সড়কে বিক্ষোভ মিছিল করে পল্লবী থানা জামায়াত। মিছিলে আরো উপস্থিত ছিলেন গাজী মোস্তফা কামাল, নাজমুল ইসলাম রাজা প্রমূখ। সবুজবাগ থানা: থানা সেক্রেটারী আব্দুল বারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে সবুজবাগ থানা জামায়াত। মিছিলটি দক্ষিণগাঁও ১ নং সড়ক থেকে শুরু হয়ে ব্রীজ পর্যন্ত গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন জামায়াত নেতা নাসির উদ্দিন মজুমদার, মাছুম, সাইফুল্লাহ প্রমূখ। যাত্রাবাড়ি পূর্ব থানা: হরতাল চলাকালে বুধবার সকালে যাত্রাবাড়ি কলেজ রোড এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে যাত্রাবাড়ি (পূর্ব) থানা জামায়াতে ইসলামী। জামায়াত নেতা নিজামুল হকের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন শাহজাহান, আতিকুর রহমান, মো জাফর, নামিরউদ্দিন, ওমর ফারুক, আঃ করিম, হুমায়ুন কবির, আবুবকর, ইমাম হোসেন প্রমূখ। যাত্রাবাড়ি পশ্চিম থানা: বুধবার সকালে যাত্রাবাড়ির কাজলা এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে যাত্রাবাড়ি (পশ্চিম) থানা জামায়াতে ইসলামী। এতে নেতৃত্ব দেন জামায়াত নেতা মহসিন উদ্দিন, খালেদ হোসেন, মোহাম্মদ হোসেন, মোঃ শাহরিয়ার, মিনহাজউদ্দিন, আকতার হোসেন, ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি সাদেক বিল্লাহ, মোঃ হীরা প্রমূখ। লালবাগ ও চকবাজার: সকালে লালবাগ ও চকবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী। এ সময় একটি বিক্ষোভ মিছিল লালবাগ থেকে উর্দু রোড হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চকবাজার গিয়ে শেষ হয়। থানা আমীর মোঃ আল আমীনের নেতৃত্বে মিছিল ও পিকেটিংয়ে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী এম আর মহসিন, জামায়াত নেতা আবু নাঈম, আঃ রহমান, মোঃ নাসির প্রমূখ। কদমতলী: সকালে কদমতলী পাটেরবাগ এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী কদমতলী (পূর্ব) থানা। এতে নেতৃত্ব দেন জামায়াত নেতা মোঃ জিয়াউদ্দিন, কামালউদ্দিন, দুলাল হোসেন, মনির হোসেন, আনোয়ার হোসেন, শিবির নেতা মাসুম প্রমূখ। শ্যামপুর: সকালে শ্যামপুর নতুন রাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী। এতে নেতৃত্ব দেন জামায়াত নেতা মোঃ রহিমউল্লাহ, মহিউদ্দিন, নেসার আলী, কামরুল হাসান, আমিনুল ইসলাম, জিয়াউল হক, শিবির নেতা মঞ্জু প্রমূখ। উত্তরা পশ্চিম: হরতালের সমর্থনে থানা সেক্রেটারী আব্দুল্লাহ রেজার নেতৃৃত্বে উত্তরা পশ্চিম থানায় সকাল ৭টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মিছিলটি ৭নং সেক্টরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসএইচ

No comments:

Post a Comment