Monday, May 18, 2015

উন্নয়নের নামে গণতন্ত্রের ধ্বংসের চক্রান্ত করছে সরকার:টাইমনিউজ

উন্নয়নের নামে গণতন্ত্রের ধ্বংসের চক্রান্ত করছে সরকার স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৮ মে, ২০১৫ ১৭:২৮:৩৬ বিএনপির মুখপাত্র দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন অভিযোগ করেছেন, উন্নয়নের নাম বলে গণতন্ত্রের বিধি-বিধানকে ধ্বংসের চক্রান্ত করছে সরকার। বিএনপি গণতন্ত্র ধ্বংসে সরকারের ফ্যাসীবাদী প্রচেষ্টার নিন্দা করে জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে বহুমত ও বহুদলীয় গণতন্ত্রের চর্চা
। একমাত্র মুক্তিযুদ্ধের চেতনায়ই দেশে গণতন্ত্র চলবে। সরকারকে চোখ রাঙানী শাসন বাদ দিতে হবে বলেও তিনি সতর্ক করেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার বিকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোটের মুখপাত্র ও সরকারের স্বাস্থ্য মন্ত্রী মো. নাসিমের বক্তব্যের উদাহরণ টেনে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম যিনি ১৪ দলীয় মহাজোটের অফিসিয়াল মুখপাত্র তিনি বলেছেন, তারা নাকি দেশে পূর্ণাঙ্গ গণতন্ত্রে বিশ্বাস করে না। সরকার দেশে সীমিত গণতন্ত্রের কথা ভাবছে। উন্নয়নের জন্য গণতন্ত্র এক সঙ্গে যায় না। তিনি উদাহরণ হিসেবে মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ অন্যান্য দেশের কথাও বলেছেন। নাসিমের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় রিপন বলেন, শেখ মুজিব যখন সব দল নিষিদ্ধ করে ও সকল রাজনৈতিক অধিকার খর্ব করে দেশে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন, তখন নাসিমের পিতা ছিলেন সেই বাকশালের সাধারণ সম্পাদক। তাই নাসিমের গণতন্ত্র সীমিত বা একেবারেই না রাখার নিয়ে দেয়া বক্তব্যে আমরা বিষ্মিত হই না। তিনি বলেন, পাকিস্তান আমলে আইয়ুবের শাসনামলে উন্নয়নের এক দশক বলে একটি বক্তব্য প্রচলিত ছিল। কিন্তু বাংলাদেশের মানুষ সেই উন্নয়ন গ্রহণ করেনি। বাংলাদেশের মানুষ রক্ত-মাংসে স্বাধীন ও গণতন্ত্র প্রিয়। আইয়ুবের উন্নয়নের গণতন্ত্র তারা মেনে নেয়নি। মেনে নিলে বাংলাদেশ স্বাধীন হত না। রিপন আরও বলেন, মো. নাসিম মালয়েশিয়া, মাহাথির মোহাম্মদ, সিঙ্গাপুরের উদাহরণ টেনেছেন। কিন্তু তাকে মনে রাখতে হবে বাংলাদেশের প্রেক্ষাপট আর মালয়েশিয়া, সিঙ্গাপুরের প্রেক্ষাপট এক নয়। তাছাড়া, মাহাথির মোহাম্মদ কখনও দুর্নীতিপরায়ন ছিলেন না। তিনি তার ভিশন ও নেতৃত্ব দিয়ে মালয়েশিয়াকে উন্নয়নের মাইলফলকে নিয়ে গেছেন। অথচ বাংলাদেশের বর্তমান শাসকগোষ্ঠি গত ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মধ্যদিয়ে ক্ষমতায় চেপে বসেছে। তাদের পক্ষে জনগণের কোনো ম্যান্ডেট নেই। সরকার ইতোমধ্যেই গণতন্ত্রকে সংকুচিত করে ফেলেছে। উন্নয়নের কথা বলে তারা দেশে একদলীয় ফ্যাসীবাদের দিকে এগিয়ে চলছে। যেহেতু মো. নাসিম সরকারের দায়িত্বশীল পদে অধিষ্ঠিত ও ১৪ দলীয় মহাজোটের মুখপাত্র, তাই গণতন্ত্র সীমিত করার পক্ষে তার দেয়া বক্তব্যের আমরা সুষ্পষ্ট ব্যাখ্যা দাবি করছি। আসাদুজ্জামান রিপন আরও বলেন, গণতন্ত্র ছাড়া উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের উদাহরণ দিয়ে তিনি বলেন, এসব দেশ গণতন্ত্রের সত্যিকার চর্চা করে বলেই বিশ্বে তারা উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। তিনি বলেন, আইনের শাসনকে বাইরে রেখে কখনও উন্নয়ন হতে পারে না। সেখানে ফ্যাসীবাদের সৃষ্টি হয়। সরকারের উচিত আমাদের গণতন্ত্রের ত্রুটিগুলো দূর করতে অধিক ঐক্যমত্যের শাসন চেষ্টা করা। এক প্রশ্নের জবাবে বিএনপির মুখপাত্র বলেন, সালাহউদ্দিন আহমেদকে ভারতে পাওয়া গেছে। তাকে দেশে ফিরিয়ে আনতে ও বিদেশে চিকিৎসা দিতে আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। যেহেতু তার কাছে কোনো পাসপোর্ট নেই। সেহেতু এক্ষেত্রে অবশ্যই সরকারকে মানবিক হতে হবে। আমরা সহযোগীতা প্রত্যাশা করি। অপর প্রশ্নের জবাবে রিপন বলেন, এখনও সালাহউদ্দিন আহমেদের পাসপোর্টের আবেদন করা হয়নি। তাই এই মুহুর্তে আমরা বলতে পারছি না যে, সরকার সহযোগীতা করছে না। সংবাদ সম্মেলনে দলের জলবায়ু বিসয়ক সম্পাদক আফজাল এইচ খান, প্রশিক্ষণ সম্পাদক কাজী আসাদ, সহ তথ্য গবেষণা সম্পাদক হাবিবুর রহমান খান, সহ আইন বিষয়ক সম্পাদক তৈমুর আলম খন্দকার, সহ দফতর সম্পাদক আসাদুল করীম শাহিন প্রমুখ। এমএইচ/এসএইচ    

No comments:

Post a Comment