ফ কানার গ্যালিলি গ্রাম থেকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা ‘মৃত্যুদণ্ডের রশি কর্তন করো’ এবং ‘খুনি সিসির ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা থামব না’ লেখা ব্যানার বহন করেন। গত ১৬ মে প্রহসনের এক রায়ে মুরসিসহ শতাধিক অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেয় মিশরের একটি আদালত। আন্তর্জাতিক সম্প্রদায় এই রায়ের নিন্দা জানিয়েছে। ইসরাইলে ইসলামপন্থী আন্দোলনের অনুমতি রয়েছে। তবে গাজার ইসলামপন্থী দল হামাস এবং বিশ্বের অন্যান্য ইসলামী দলের সাথে তাদের সম্পর্ক রয়েছে কিনা সে ব্যাপারে বিরামহীন নজরদারি করা হয়। শনিবারের বিক্ষোভে কোনো অঘটন ঘটেনি। সূত্র: এএফপি মন্তব্য
Sunday, May 24, 2015
মুরসির মৃত্যুদণ্ডের প্রতিবাদে ইসরাইলে বিশাল বিক্ষোভ:আরটিএনএন
ফ কানার গ্যালিলি গ্রাম থেকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা ‘মৃত্যুদণ্ডের রশি কর্তন করো’ এবং ‘খুনি সিসির ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা থামব না’ লেখা ব্যানার বহন করেন। গত ১৬ মে প্রহসনের এক রায়ে মুরসিসহ শতাধিক অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেয় মিশরের একটি আদালত। আন্তর্জাতিক সম্প্রদায় এই রায়ের নিন্দা জানিয়েছে। ইসরাইলে ইসলামপন্থী আন্দোলনের অনুমতি রয়েছে। তবে গাজার ইসলামপন্থী দল হামাস এবং বিশ্বের অন্যান্য ইসলামী দলের সাথে তাদের সম্পর্ক রয়েছে কিনা সে ব্যাপারে বিরামহীন নজরদারি করা হয়। শনিবারের বিক্ষোভে কোনো অঘটন ঘটেনি। সূত্র: এএফপি মন্তব্য
Labels:
আরটিএনএন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment