Sunday, May 24, 2015

চীনে বন্যায় নিহত ৫৭:টাইমনিউজ

চীনে বন্যায় নিহত ৫৭ ইন্টারন্যাপশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ২৪ মে, ২০১৫ ১৩:০৬:২৬ চীনে ভারী বৃষ্টিপাত ও বন্যায় দুই স্কুল ছাত্রসহ এখন পর্যন্ত ৫৭ জন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এতে বহু মানুষ নিখোঁজ রয়েছে এবং ১০ লাখের বেশি মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেয়া হয়েছে। শনিবার দেশটির সরকারি দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি চীনের গুয়াংশি এবং হুনানসহ ছয়টি প্রদেশ এবং স্বায়ত্তশাসিত অঞ্চল বন্যায় আক্রান্ত হয়।
বন্যায় এসব অঞ্চলের পাহাড়ি এলাকাগুলোতে সবমিলিয়ে ৫৭ জন প্রাণ হারিয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন আরো বহু মানুষ। এছাড়া বহু বাড়ি-ঘর ধ্বংস এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে বুধবার গুইয়াং শহরের একটি নয়তলা ভবন ধসে পড়লে ১৬ জন প্রাণ হারিয়েছে বলে জানা গেছে। প্রতি বছরই মৌসুমী বৃষ্টির কারনে বন্যা কবলিত হয় চীনের বিভিন্ন অঞ্চল। এর আগে ১৯৯৮ সালের বন্যাতে প্রায় ৪ হাজার ১শ ৫০ জন মারা গিয়েছিল। এদের অধিকাংশই ছিল ইয়াংজে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা। কেএইচ

No comments:

Post a Comment