জেই দায়ী বলে গত মার্চে আদালতে সাক্ষ্য দেন অশোক। কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানান, চালকের আসনে অশোক নন, ছিলেন সালমান। আদালতও আজ বুধবার বলিউডের এই সুপারস্টারকে দোষী সাব্যস্ত করেছে। মিথ্যা হলফনামা দেওয়ায় অশোকের বিরুদ্ধে মামলা করা হতে পারে। অর্থের বিনিময়ে তিনি পুরো ঘটনার দায় নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার সালমানকে মার্সিডিজ বেঞ্জ গাড়ি চালিয়ে আদালতে নিয়ে আসেন অশোক। ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর ওই দুর্ঘটনার সময় টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি চালান সালমান। কিন্তু অশোক আদালতে বলেন, ‘তখন চালকের আসনে আমিই ছিলাম। টায়ার বিস্ফোরিত ও ব্রেক জ্যাম ধরে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি।’ মন্তব্য
Wednesday, May 6, 2015
সালমানের গাড়িচালকও সাজা পাবেন:আরটিএনএন
জেই দায়ী বলে গত মার্চে আদালতে সাক্ষ্য দেন অশোক। কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানান, চালকের আসনে অশোক নন, ছিলেন সালমান। আদালতও আজ বুধবার বলিউডের এই সুপারস্টারকে দোষী সাব্যস্ত করেছে। মিথ্যা হলফনামা দেওয়ায় অশোকের বিরুদ্ধে মামলা করা হতে পারে। অর্থের বিনিময়ে তিনি পুরো ঘটনার দায় নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার সালমানকে মার্সিডিজ বেঞ্জ গাড়ি চালিয়ে আদালতে নিয়ে আসেন অশোক। ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর ওই দুর্ঘটনার সময় টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি চালান সালমান। কিন্তু অশোক আদালতে বলেন, ‘তখন চালকের আসনে আমিই ছিলাম। টায়ার বিস্ফোরিত ও ব্রেক জ্যাম ধরে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি।’ মন্তব্য
Labels:
আরটিএনএন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment