Wednesday, May 6, 2015

ছয়জনের অনুপস্থিতিতে বিচার নিয়ে আদেশ ১০ মে:আরটিএনএন

ছয়জনের অনুপস্থিতিতে বিচার নিয়ে আদেশ ১০ মে নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামালপুরের আটজনের মধ্যে পলাতক ছয়জনের অনুপস্থিতিতে বিচার শুরু হবে কি-না, সে বিষয়ে আদেশের জন্য আগামী ১০ মে দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। অভিযুক্ত আটজন হলেন- আশরাফ হোসেন (৬৪), অধ্যাপক  শরীফ আহম্মেদ ওরফে শরীফ হোসেন (৭১), মো. আবদুল মান্নান (৬৬), মো. আবদুল
বারী (৬২), মো. হারুন (৫৮), মো. আবুল হাশেম (৬৫),  অ্যাডভোকেট শামসুল আলম ওরফে বদর ভাই (৭৫) ও এস এম ইউসুফ আলী (৮৩)। এদের মধ্যে অ্যাডভোকেট শামসুল আলম ও এস এম ইউসুফ আলী কারাগারে থাকলেও পলাতক রয়েছেন বাকি ছয়জন। গত ২৯ এপ্রিল এক আদেশে পলাতক আসামিদের গ্রেপ্তারের বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ প্রধানকে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। প্রসিকিউটর তাপস কান্তি বল আইজিপির দেওয়া প্রতিবেদন দাখিল করে জানিয়েছেন, পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি। এ অবস্থায় ছয়জনের অনুপস্থিতিতে মামলাটির বিচার শুরু হবে কি-না, সে বিষয়ে আদেশের দিন আগামী ১০ মে ধার্য করেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। গত ২৯ এপ্রিল জামালপুরে ওই আট আসামির বিরুদ্ধে প্রসিকউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল। গত ১৯ এপ্রিল  ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে ব্যারিস্টার তাপস কান্তি বলের নেতৃত্বে প্রসিকিউশন টিম ১০৭ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগটি দাখিল করেন। মন্তব্য      

No comments:

Post a Comment