Wednesday, May 6, 2015

শপথ নিলেন নবনির্বাচিত মেয়র-কাউন্সিলররা:টাইমনিউজ

শপথ নিলেন নবনির্বাচিত মেয়র-কাউন্সিলররা স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৬ মে, ২০১৫ ১০:৫৪:২৭ ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র ও সাধারণ এবং সংরক্ষিত কাউন্সিলররা শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত তিন মেয়রকে শপথ পাঠ করান। আর কাউন্সিলদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের
শাপলা হলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। ঢাকা উত্তরে কাউন্সিলর সংখ্যা সাধারণ ওয়ার্ডে ৩৬ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১২ জন। দক্ষিণে সাধারণ ওয়ার্ডে ৫৭ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১৯ জন এবং চট্টগ্রামে ৪১ জন সাধারণ কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত আসনের কাউন্সিলর এ শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, বিরোধীদলীয় নেতা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিশেষ সহকারী, সংসদ সদস্য ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী ব্যক্তি, মহাজোটের শরিক দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা উপস্থিত ছিলেন। এআর

No comments:

Post a Comment