Wednesday, May 6, 2015

সালমানের পাঁচ বছর কারাদণ্ড :নতুন বার্তা

মুম্বাই: বলিউড অভিনেতা সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন মুম্বাইয়ের একটি আদালত। গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় বুধবার তাকে এই দণ্ড দেয়া হয়। আদালত জানান, সালমানের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণিত হয়েছে। এরপর কান মেয়াদে সাজা দেয়া হবে, তার শুনানি শেষে দণ্ড ঘোষণা করেন আদালত। ঘটনার দীর্ঘ এক যুগের বেশি সময় পর মুম্বাইয়ের আদালত এ মামলায় সালমানকে দোষী সাব্যস্ত করে রায় দিলেন। সা
লমানের অপরাধের ধরন অনুযায়ী ধারণা করা হয়েছিল, তার সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হতে পারে। ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর ভোররাতে সালমানের টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ির চাপায় নিহত হন ফুটপাতে ঘুমন্ত এক ব্যক্তিন। এ সময় আহত হন আরো চারজন। সালমানের বিরুদ্ধে অভিযোগ, মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। কিন্তু সালমানের  দাবি, দুর্ঘটনার সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন না। রায় ঘোষণা উপলক্ষে বুধবার আদালতে যান সালমান। সাদা শার্ট পরা সালমান রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন। কিছু বলার আছে কি না—সালমানের কাছে জানতে চান আদালত। এ সময় কোনো কথা বলেননি তিনি। সব অভিযোগে দোষী সাব্যস্ত করে সালমানকে আদালত বলেন, ‘আপনিই গাড়ি চালাচ্ছিলেন।’ রায় শুনে আদালতেই কেঁদে ফেলেন সালমান। দোষী সাব্যস্ত করার পর সালমানকে কোন মেয়াদে শাস্তি দেওয়া হবে, তা নিয়ে শুনানি শুরু হয়। সালমানের মানবতাবাদী কাজের কথা বিবেচনায় নিয়ে তাঁকে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড ও জরিমানা করার জন্য আদালতে যুক্তি দেন এই অভিনেতার আইনজীবীরা। শুনানি শেষে দুপুরের মধ্যাহ্ন বিরতির পর সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড ঘোষণা করেন আদালত। নতুন বার্তা/মোআ

No comments:

Post a Comment