Wednesday, May 6, 2015

শ্রমিক বিক্ষোভে অটবি ফার্নিচার কারখানা বন্ধ ঘোষণা:আরটিএনএন

শ্রমিক বিক্ষোভে অটবি ফার্নিচার কারখানা বন্ধ ঘোষণা নিজস্ব প্রতিনিধি আরটিএনএন সাভার : সাভারে অবস্থিত অটবি ফার্নিচার কারখানা অব্যাহত শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করে আসছিলেন শ্রমিকরা। কারখানাটির মূল ফটকে বুধবার সকালে বন্ধের নোটিশ টাঙ্গিয়ে দেয় কর্তৃপক্ষ। এদিকে সকালে কারখানার শ্রমিকরা ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা প্র
হরীরা তাদের বাঁধা দেয়। এ সময় শ্রমিকরা কারখানাটি বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশের সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। শিল্প পুলিশের পরিচালক মুস্তাফিজুর রহমান জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাভারে বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় অবস্থিত অটবি ফার্নিচার কারখানার সাড়ে আটশ শ্রমিক মঙ্গলবার সকালে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতিসহ বিক্ষোভ শুরু করে। এ সময় মালিকপক্ষ আগামী ২০ তারিখে শ্রমিকদের বেতন প্রদানের কথা জানান। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে লাঠিসোটা ও ইট পাটকেল দিয়ে কারখানায় ব্যাপক ভাঙচুর চালায়। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপসহ লাঠিচার্জ করলে কমপক্ষে ২০ শ্রমিক আহত হন। গত বছরের এপ্রিলে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে এই কারখানাটি পুড়ে কার্যত ছাই হয়ে গিয়েছিল। মন্তব্য      

No comments:

Post a Comment