Wednesday, May 6, 2015

সালমান খান দোষী সাব্যস্ত :নতুন বার্তা

মুম্বাই: বলিউড অভিনেতা সালমান খান দোষী সাব্যস্ত হয়েছেন। তার বিরুদ্ধে ওঠা গাড়ি চাপা দিয়ে হত্যা মামলার রায় বুধবার জানাল মুম্বাইয়ের দায়রা আদালত।কোর্ট বলেছে সালমান নিজেই গাড়ি চালাচ্ছিলেন এবং তিনি মদ্যপ ছিলেন।তার সর্বোচ্চ ১০ বছরের শাস্তি হতে পারে। তবে দায়রা আদালত যে রায়ই দিক না কেন, উচ্চ আদালতে তাকে চ্যালেঞ্জ করে আবেদন করতে পারবেন এই বলিউড তারকা। সকালে মুম্বাইয়ের দায়রা আদালতে উপস্থিত হন সালমান। তার ব
িরুদ্ধে করা গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা মামলার রায় দেয়া হয়। সালমানের কারা দণ্ড হলে আটকে যেতে পারে তার ওপর লগ্নি করা প্রায় ২০০ কোটি রুপির ব্যবসা। দীর্ঘ ১৩ বছর ধরে চলা এই মামলার সম্ভাব্য রায় নিয়ে সবার মধ্যে এক ধরনের কৌতূহল বিরাজ করছিল।সবার নজর ছিল মুম্বাইয়ের সংশ্লিষ্ট আদালতের দিকে। আদালতের উদ্দেশে রওনা দেওয়ার আগে সালমানের সঙ্গে দেখা করেন আরেক বলিউড তারকা শাহরুখ খান। ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর ভোররাতে সালমানের টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ির চাপায় নিহত হন একজন। আহত হন ফুটপাতে ঘুমিয়ে থাকা আরও চারজন। সালমানের বিরুদ্ধে অভিযোগ, মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। কিন্তু তার দাবি ছিল, দুর্ঘটনার সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন না। এক যুগের বেশি সময় পর আজ রায় হলো। নতুন বার্তা/এসএ  

No comments:

Post a Comment