Tuesday, May 12, 2015

সালাহ উদ্দিনের ফোনের কথা নিশ্চিত করলেন হাসিনা আহমেদ:আরটিএনএন

সালাহ উদ্দিনের ফোনের কথা নিশ্চিত করলেন হাসিনা আহমেদ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: ‘নিখোঁজ’ বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ তার স্ত্রী সাবেক এমপি হাসিনা আহমেদের সঙ্গে টেলিফোন করে কথা বলেছেন। মঙ্গলবার বেলা দেড়টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবনে সাক্ষাৎ শেষে সাংবাদিকেদর কাছে এই তথ্য দেন হাসিনা আহমেদ। এর আগে দুপুর সোয়া ১২টার দিকে হাসিনা আহমেদ বিএনপি চেয়
ারপারসন খালেদা জিয়ার বাসভবনে যান। সেখানে তিনি প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। খালেদা জিয়ার বাসা থেকে বের হওয়ার পর হাসিনা আহমেদ সাংবাদিকদের বলেন, ‘তার স্বামী সালাহ উদ্দিন আহমেদ ভারতের কোনো এক স্থান থেকে টেলিফোন করে কথা বলেছেন। আর সেটি অবহিত করতেই তিনি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন।’ তবে ঠিক কোন স্থান থেকে সালাহ উদ্দিন আহমেদ ফোন করেছেন এবং তাদের মধ্যে কি কথা হয়েছে, তা স্পষ্ট করেননি হাসিনা আহমেদ। গুলশান থেকে বের হয়ে তিনি সরাসরি বাসায় ফেরেন এবং আরো কিছু পরে সংবাদ সম্মেলন করে এ বিষযে বিস্তারিত জানাবেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত ১০ মার্চ রাতে সালাহ উদ্দিন আহমেদকে উত্তরার একটি বাসা থেকে সাদা পোশাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় বলে তার স্ত্রী হাসিনা আহমেদ দাবি করেন। বিএনপির পক্ষ থেকেও একই দাবি জানানো হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি অস্বীকার করে আসছে। মন্তব্য      

No comments:

Post a Comment