ইয়েমেনে সৌদি জঙ্গিবিমান ভূপাতিত আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন সানা: ইয়েমেনের রাজধানী সানার উপকণ্ঠে সৌদি আরবের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুথি যোদ্ধারা। সানায় অবস্থিত মার্কিন দূতাবাস হুথিদের দাবি অস্বীকার করলেও সৌদি আরব এ ব্যাপারে নীরব রয়েছে। হুথি সেনা কর্মকর্তারা জানান, একটি এফ-সিক্সটিন জঙ্গিবিমান ভূপাতিত করা হয়েছে। তারা ফেসবুক ও টুইটারে বিধ্বস্ত বিমানটিরএকাধিক ছবিও পোস্ট করেছে যাতে স্পষ্ট
লেখা রয়েছে রাজকীয় সৌদি বিমান বাহিনী (রয়্যাল সৌদি এয়ার ফোর্স)। ইয়েমেন পোস্ট পত্রিকার টুইটারে রবিবার বিধ্বস্ত বিমানটির বিচ্ছিন্ন অংশের ছবি প্রকাশ করা হয়েছে। বিমানের পাইলট নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। তবে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এটি এফ-সিক্সটিন জঙ্গিবিমান নয়, এফ-ফিফটিন। সিএনএন জানায়, সৌদি আরবের হাতে এফ-সিক্সটিন জঙ্গিবিমান নেই, আছে এফ-ফিফটিন। এর আগে গত ১১ মে ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধারা মরক্কোর একটি বিমান ভূপাতিত করে। গত মার্চে একটি সুদানি জঙ্গিবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি যোদ্ধারা। তারা এর ছবিও প্রকাশ করেছে। তবে হুথি বিদ্রোহীদের বিমান বিধ্বস্ত করার দাবি বারবার অস্বীকার করে আসছে সৌদি আরব। এদিকে রবিবার সৌদি নেতৃত্বাধীন নয়টি দেশের কোয়ালিশন সানায় ছয়টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত ৯৪বার বিমান হামলা চালিয়েছে। মন্তব্য
No comments:
Post a Comment