বার্গ তার পোস্টে লিখেছেন, ‘আমরা সম্প্রতি বাংলাদেশে রবি নেটওয়ার্কে ইন্টারনেট ডট অর্গ চালু করেছি। বিশ্বকে সংযোগ সুবিধার আওতায় আনার আরেকটি পদক্ষেপ এটি।’ জাকারবার্গ জানান, বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটিরও বেশি কিন্তু এখানে ইন্টারনেট ব্যবহারকারী ১০ শতাংশের কম। তবে রবিবার ঢাকায় ইন্টারনেট ডট ওআরজি (www.internet.org) প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘বাংলাদেশের ৪ কোটি ৪০ লাখ মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করেন, যা মোট জনসংখ্যার ২৭ শতাংশ।’ পলক জানান, এ দেশে প্রতি ১২ সেকেন্ডে একজন ফেসবুকে প্রোফাইল খুলছে, যা দেশের জন্মহারের চেয়েও বেশি। গবেষণা তথ্য তুলে ধরে জাকারবার্গ তার স্ট্যাটাসে বলেন, প্রতি ১০ জন ইন্টারনেট সংযোগের আওতায় থাকা মানুষের মধ্যে একজন দারিদ্র্যের কবল মুক্ত হতে পেরেছেন। এর কারণ হচ্ছে ইন্টারনেট সংযোগ থাকলে চাকরি, শিক্ষা, স্বাস্থ্য তথ্য ও গুরুত্বপূর্ণ যোগাযোগ করা সম্ভব হয়। জাকারবার্গ বলেন, বাংলাদেশে এক কোটিরও বেশি মানুষকে এবং বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে ইন্টারনেট সুবিধার আওতায় আনার সুযোগ তৈরি হয়েছে। ফেসবুক স্ট্যাটাসের সঙ্গে বাংলাদেশে জয়িতার একটি ছবিও পোস্ট করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ছবিটিকে উদাহরণ হিসেবে তিনি বলেছেন, এটি জয়িতার ছবি। তিনি বাংলাদেশের একজন সাংবাদিক। মোবাইল ফোন ব্যবহার করে চাকরি ও খবরের আপডেট নেন তিনি। কানেক্ট বাংলাদেশ ও কানেক্ট দ্য ওয়ার্ল্ড দুটি হ্যাসট্যাগ ব্যবহার করে তিনি এই লেখাটি পোস্ট করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে এগারটা পর্যন্ত জাকারবার্গের এই পোস্টটিতে ৫০ হাজারেরও বেশি লাইক। পোস্টটি শেয়ার করেছেন চার হাজারের বেশি লোক। মন্তব্য নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: আগামী জুলাই থেকে পর্যায়ক্রমে দেশের ১০০৬টি ইউনিয়নে ইন্টারনেট সেবা চালু হচ্ছে। জুলাইয়ে বৃহত্ . . . বিস্তারিত আন্তর্জাতিক ডেস্কআরটিএনএনমস্কো: আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস) উদ্দেশে রওনা হওয়া একটি রুশ মনুষ্যবিহীন মহাকাশযান নিয় . . . বিস্তারিত
Tuesday, May 12, 2015
জাকারবার্গের স্ট্যাটাসে বাংলাদেশ নিয়ে ‘ভুল তথ্য’:আরটিএনএন
বার্গ তার পোস্টে লিখেছেন, ‘আমরা সম্প্রতি বাংলাদেশে রবি নেটওয়ার্কে ইন্টারনেট ডট অর্গ চালু করেছি। বিশ্বকে সংযোগ সুবিধার আওতায় আনার আরেকটি পদক্ষেপ এটি।’ জাকারবার্গ জানান, বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটিরও বেশি কিন্তু এখানে ইন্টারনেট ব্যবহারকারী ১০ শতাংশের কম। তবে রবিবার ঢাকায় ইন্টারনেট ডট ওআরজি (www.internet.org) প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘বাংলাদেশের ৪ কোটি ৪০ লাখ মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করেন, যা মোট জনসংখ্যার ২৭ শতাংশ।’ পলক জানান, এ দেশে প্রতি ১২ সেকেন্ডে একজন ফেসবুকে প্রোফাইল খুলছে, যা দেশের জন্মহারের চেয়েও বেশি। গবেষণা তথ্য তুলে ধরে জাকারবার্গ তার স্ট্যাটাসে বলেন, প্রতি ১০ জন ইন্টারনেট সংযোগের আওতায় থাকা মানুষের মধ্যে একজন দারিদ্র্যের কবল মুক্ত হতে পেরেছেন। এর কারণ হচ্ছে ইন্টারনেট সংযোগ থাকলে চাকরি, শিক্ষা, স্বাস্থ্য তথ্য ও গুরুত্বপূর্ণ যোগাযোগ করা সম্ভব হয়। জাকারবার্গ বলেন, বাংলাদেশে এক কোটিরও বেশি মানুষকে এবং বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে ইন্টারনেট সুবিধার আওতায় আনার সুযোগ তৈরি হয়েছে। ফেসবুক স্ট্যাটাসের সঙ্গে বাংলাদেশে জয়িতার একটি ছবিও পোস্ট করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ছবিটিকে উদাহরণ হিসেবে তিনি বলেছেন, এটি জয়িতার ছবি। তিনি বাংলাদেশের একজন সাংবাদিক। মোবাইল ফোন ব্যবহার করে চাকরি ও খবরের আপডেট নেন তিনি। কানেক্ট বাংলাদেশ ও কানেক্ট দ্য ওয়ার্ল্ড দুটি হ্যাসট্যাগ ব্যবহার করে তিনি এই লেখাটি পোস্ট করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে এগারটা পর্যন্ত জাকারবার্গের এই পোস্টটিতে ৫০ হাজারেরও বেশি লাইক। পোস্টটি শেয়ার করেছেন চার হাজারের বেশি লোক। মন্তব্য নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: আগামী জুলাই থেকে পর্যায়ক্রমে দেশের ১০০৬টি ইউনিয়নে ইন্টারনেট সেবা চালু হচ্ছে। জুলাইয়ে বৃহত্ . . . বিস্তারিত আন্তর্জাতিক ডেস্কআরটিএনএনমস্কো: আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস) উদ্দেশে রওনা হওয়া একটি রুশ মনুষ্যবিহীন মহাকাশযান নিয় . . . বিস্তারিত
Labels:
আরটিএনএন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment