বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ নারী জঙ্গি? আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন লন্ডন: সোমালিয়ার জঙ্গি সংগঠন আল শাবারের হয়ে ৪০০ লোককে হত্যায় জড়িত থাকার অভিযোগ উঠেছে ‘ওয়াইট উইডো’ বা শ্বেতাঙ্গ বিধবা খ্যাত ব্রিটিশ নারী সামান্থা লিউথোয়েটের বিরুদ্ধে। গত মাসে উত্তর কেনিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে ১৪৮ জনকে হত্যাসহ বহু হত্যাকাণ্ডের জন্য তিনি দায়ী বলে মনে করা হচ্ছে। সামান্থা ২০০৫ সালে লন্ডনে ৭/৭ বোমা হামলাক
ারী জারমেইন লিন্ডসের স্ত্রী। নেতৃত্বের সিঁড়ি বেয়ে গত কয়েক বছরে তিনি দ্রুত উপরে উঠেছেন এবং এখন আল শাবাবের নেতা আহমদ উমরের ঘনিষ্ঠজন বলে ধারণা করা হচ্ছে। সোমালিয়া ও কেনিয়ায় গাড়ি বোমা ও আত্মঘাতী হামলার সমন্বয় এবং শিশু জিহাদিদের সংগ্রহ করার অভিযোগ রয়েছে লন্ডন ইউনিভার্সিটির এই স্নাতক ডিগ্রিধারীর বিরুদ্ধে। সোমালিয়ার একজন সন্ত্রাসবিরোধী নিরাপত্তা কর্মকর্তা ডেইলি মিররকে গতরাতে জানান, চার সন্তানের জননী এই জঙ্গি নেত্রী খুবই চতুর। তবে আজ হোক বা কাল তাকে গ্রেপ্তার করার আশাবাদ ব্যক্ত করেন। ড্রোন হামলায় আল শাবারের বহু নেতা মারা যাওয়ার পর দ্রুত তার পদোন্নতি হয়েছে। ওই কর্মকর্তা জানান, ৩১ বছর বয়সী এই তরুণী দারিদ্রপীড়িত পরিবারের শিশু ও নারীদের জঙ্গি সংগঠনের ভেড়াতে ২৪,০০০ টাকা (৩০০ ডলার) করে দিচ্ছেন। লন্ডনে ২০০৫ সালের বোমা হামলার পর বার্কিংহামশায়ারের বাসিন্দা সামান্থা দেশত্যাগ করেন। মন্তব্য
No comments:
Post a Comment