এবার মালয়েশিয়ায় গণকবরের সন্ধান! স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৪ মে, ২০১৫ ১৩:০৬:০৯ থাইল্যান্ডের পর এবার মালয়েশিয়ায় গণকবরের সন্ধান পাওয়া গেছে। ওই গণকবরে মানবপাচারের শিকার হওয়া মিয়ানমার ও বাংলাদেশের অভিবাসন-প্রত্যাশীর দেহাবশেষ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মালয়েশিয়ার সংরক্ষিত পাহাড়ী অঞ্চলে ওই গণকবরের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির দ্য স্টার নামের একটি পত্রিকা। রোববার মধ্যরাতে প্রকাশ
িত এক প্রতিবেদনে মালয়েশিয়ার দ্বিতীয় সর্বাধিক প্রচারিত এই ট্যাবলয়েড পত্রিকাটি অসমর্থিত সূত্রের বরাত দিয়ে জানায়, গণকবরটিতে প্রায় একশ রোহিঙ্গা অভিবাসীর মরদেহ থাকতে পারে। প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় মালয়েশিয়ার পেরলিস প্রদেশের থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকা পাদাং বেজারে গণকবরটির সন্ধান পাওয়া গেছে। এরই মধ্যে দেশটির রাজধানী কুয়ালালামপুরের সদর দফতর থেকে পুলিশ ও ফরেনসিক বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে পাদাং বেজারের কোন স্থানে গণকবরটির সন্ধান মিলেছে তা এখনো নির্দিষ্টভাবে জানা যায়নি। তবে এ বিষয়ে মালয়েশিয়ার পুলিশ প্রধান টান শ্রী খালিদ আবু বাকার সোমবার একটি সংবাদ সম্মেলন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পাদাং বেজার থেকে পুলিশের ফরেনসিক বিভাগের একাধিক যানবাহন ফিরতেও দেখা গেছে। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র দ্য স্টারকে জানিয়েছে, পুলিশ হয়তো অভিযানের মধ্য পর্যায়ে রয়েছে। তবে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। পাদাং বেজার পুলিশের একজন কর্মকর্তা জানান, সংরক্ষিত পাহাড়ী এলাকায় গণকবরটি খুঁজে পাওয়া গেছে। ওই অঞ্চলে বেসামরিক নাগরিকদের প্রবেশাধিকার নেই। আপাতত ওই স্থানটি ঘিরে রাখা হয়েছে। উল্লেখ্য, এর আগে মে মাসের প্রথম সপ্তাহে থাইল্যান্ডের জঙ্গলে কয়েকটি গণকবরের সন্ধান পাওয়া যায়। এর মধ্যে মালয়েশিয়ার সীমান্তবর্তী শংখলা প্রদেশের সাদাও এলাকার একটি গণকবর থেকে ২৬ জন অভিবাসীর কঙ্কাল উদ্ধার করা হয়। গণকবরের পাশ থেকে জীবিত উদ্ধার হওয়া এক বাংলাদেশি দাবি করেন, ২৬ জনের মধ্যে অন্তত ১০ জন বাংলাদেশি নাগরিক ছিলেন। এআর
No comments:
Post a Comment