‘আদর্শ ঢাকা আন্দোলন’ নামের একটি অরাজনৈতিক মঞ্চ। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদকে আহ্বায়ক এবং বিএফইউজের সভাপতি শওকত মাহমুদকে সদস্য সচিব করা হয়েছে। আদর্শ ঢাকা আন্দোলনের স্লোগান হচ্ছে- নিরাপদ ঢাকা চাই, পরিচ্ছন্ন ঢাকা চাই। এছাড়া, প্রতি ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি গঠনসহ নানা কর্মপরিকল্পনা নেয়া হচ্ছে। এরইমধ্যে বেশ কিছু কমিটির খসরা প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে। এসব কমিটির মধ্য থেকেই পরবর্তীতে পোলিং এজেন্ট নিয়োগসহ নির্বাচনের প্রচারণায় জনশক্তিকে কাজে লাগানো হবে। দলীয় সূত্রেজানা গেছে, সিটি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হলেও এখন পর্যন্ত প্রকাশ্যে আসতে পারেননি বিরোধী জোট সমর্থিত প্রার্থীরা। মামলার কারণে আত্মগোপনে থেকেই তারা সম্পন্ন করছেন প্রয়োজনীয় কাজ। মামলা ও গ্রেপ্তার আতঙ্কে গা ঢাকা দিয়ে আছেন কর্মী-সমর্থকরাও। এখন পর্যন্ত রাজধানীর কোথাও ২০ দলের সমর্থনে প্রত্যাশীদের ব্যানার-পোস্টার উঠেনি। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে নির্বাচনের মাঠে লড়াই জমিয়ে তুলতে পারবেন না তারা। তাই নির্বাচনী মাঠে প্রকাশ্যে জোরালো তৎপরতা শুরু করার জন্য প্রার্থী ও নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে জামিনের প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে বিএনপির আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া টাইমনিউজবিডিকে বলেন, সিটি নির্বাচনে যারা দল সমর্থিত প্রার্থী হয়েছেন এমন নেতাদের নামে বেশ কিছু মামলা রয়েছে। আমরা তাদের আইনি প্রক্রিয়ার বিষয়টি নিয়ে কাজ করছি। তিনি আরও বলেন, আদালতের নির্দেশে তারা যাতে জামিন নিয়ে নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারেন সে বিষয়টি নিয়েও কাজ করছি। ইতিমধ্যে কয়েকজনের আগাম জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, আজ-কালের মধ্যেই সিটি নির্বাচনে দলের সার্বিক তৎপরতা মনিটরিং শুরু করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কারণআগামী ৯ই এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর নির্বাচনী প্রচারণার ব্যাপারে প্রকাশ্যে আসবেন খালেদা জিয়া। এরইমধ্যে দলের স্থায়ী কমিটি ও জোটের বৈঠক ডাকার সম্ভাবনা রয়েছে। সেখানে আলোচনা করেই নির্বাচনী কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে। দলটির নেতাদের মতে, সিটি নির্বাচনে প্রধানমন্ত্রীর সামনে নির্বাচনী বিধির প্রতিবন্ধকতা থাকলেও পছন্দের প্রার্থীদের জন্য ভোট চাইতে খালেদা জিয়ার আইনি বাধা নেই। কারণ, তিনি এমপি-মন্ত্রী বা জাতীয় সংসদের বিরোধী দলের নেতা নন। নেতারা মনে করেন, দলের চেয়ারপারসন মাঠে নামলে সাধারণ ভোটারদের মধ্যে সাড়া পড়বে। আর তেমনটি হলে শিগগিরই চট্টগ্রাম সফর করে মহানগরে এক বা একাধিক নির্বাচনী সমাবেশ করতে পারেন। আবার ঢাকায়ও কয়েকটি সমাবেশ করবেন। অন্যদিকে বিএনপি হাইকমান্ডের পক্ষ থেকে চট্টগ্রামে দলের সিনিয়র নেতাদেরকে মেয়র মনজুর আলমের পক্ষে ব্যাপক গণসংযোগের নির্দেশ দেয়া হয়েছে। এমনকি চট্টগ্রামে মনজুর আলমের পক্ষে ভোট চাইতে জনসংযোগে যেতে পারেন বিএনপি চেয়ারপারসন নিজেও। নানা সীমাবদ্ধতার কারণে বৃহত্তর অর্থে আন্দোলনের মাঠে নামতে পারেননি ঢাকা ও চট্টগ্রাম মহানগরবাসী। কিন্তু নির্বাচনের মাঠে মহানগরবাসীকে সর্বাত্মকভাবে মাঠে নামাতে চায় বিএনপি। এ জন্য তৃণমূল নেতাকর্মীরা মরিয়া হয়ে কাজ করছেন। এদিকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের নামে ফৌজদারী মামলা থাকায় তিনি নিজে নির্বাচনী প্রচারনায় নামতে পারছেন না। তবে আজ (বুধবার) সকালে তার পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস প্রচারণা চালান। খিলগায়ের গোড়ানে সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কয়েকটি স্থানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আব্বাসের পক্ষে প্রচারণা চালান তিনি। আর উত্তরের দলের সমর্থিত প্রার্থী চূড়ান্ত না হওয়ায় এখন পর্যন্ত কাউকে মাঠে দেখা যায়নি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব:) মাহবুবুর রহমান টাইমনিউজবিডিকে বলেন, আমরা শুরু থেকেই বলে আসছি আসন্ন সিটি নির্বাচনে সবার জন্য প্রচার প্রচারণার সমান সুযোগ দিতে হবে। সরকার এরইমধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলে দিয়েছে। আশা করছি বিএনপিকে সব ধরনের গণতান্ত্রিক কর্মসূচি পালনের সুযোগ করে দিবে। তবে দলীয় প্রার্থীদের প্রচারণার বিষয়ে তিনি বলেন, দল ও জোট সমর্থিত প্রার্থীদের জয়ী করতে প্রচার-প্রচারণায় সর্বশক্তি নিয়োগ করা হবে। দলের পক্ষ থেকে সেই প্রস্তুতি নেয়া হয়েছে। এমএইচ, কেবি
Wednesday, April 8, 2015
সিটি নির্বাচনে সর্বশক্তি নিয়োগ করবে বিএনপি:Time News
সিটি নির্বাচনে সর্বশক্তি নিয়োগ করবে বিএনপি স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৮ এপ্রিল, ২০১৫ ১৭:৩২:৫৯ দল ও জোট সমর্থিত প্রার্থীদের পক্ষে আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে জোরালো প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এজন্য দলের চেয়ারপারসনসহ জোটের শীর্ষ নেতারাও প্রচার-প্রচারণায় অংশ নিবেন। অন্যদিকে দল ও জোট সমর্থিত বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দকেও ভোটের মাঠে নামাতে চায় দলটি। সেই লক্ষ্যে গঠন করা হয়েছে
‘আদর্শ ঢাকা আন্দোলন’ নামের একটি অরাজনৈতিক মঞ্চ। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদকে আহ্বায়ক এবং বিএফইউজের সভাপতি শওকত মাহমুদকে সদস্য সচিব করা হয়েছে। আদর্শ ঢাকা আন্দোলনের স্লোগান হচ্ছে- নিরাপদ ঢাকা চাই, পরিচ্ছন্ন ঢাকা চাই। এছাড়া, প্রতি ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি গঠনসহ নানা কর্মপরিকল্পনা নেয়া হচ্ছে। এরইমধ্যে বেশ কিছু কমিটির খসরা প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে। এসব কমিটির মধ্য থেকেই পরবর্তীতে পোলিং এজেন্ট নিয়োগসহ নির্বাচনের প্রচারণায় জনশক্তিকে কাজে লাগানো হবে। দলীয় সূত্রেজানা গেছে, সিটি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হলেও এখন পর্যন্ত প্রকাশ্যে আসতে পারেননি বিরোধী জোট সমর্থিত প্রার্থীরা। মামলার কারণে আত্মগোপনে থেকেই তারা সম্পন্ন করছেন প্রয়োজনীয় কাজ। মামলা ও গ্রেপ্তার আতঙ্কে গা ঢাকা দিয়ে আছেন কর্মী-সমর্থকরাও। এখন পর্যন্ত রাজধানীর কোথাও ২০ দলের সমর্থনে প্রত্যাশীদের ব্যানার-পোস্টার উঠেনি। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে নির্বাচনের মাঠে লড়াই জমিয়ে তুলতে পারবেন না তারা। তাই নির্বাচনী মাঠে প্রকাশ্যে জোরালো তৎপরতা শুরু করার জন্য প্রার্থী ও নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে জামিনের প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে বিএনপির আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া টাইমনিউজবিডিকে বলেন, সিটি নির্বাচনে যারা দল সমর্থিত প্রার্থী হয়েছেন এমন নেতাদের নামে বেশ কিছু মামলা রয়েছে। আমরা তাদের আইনি প্রক্রিয়ার বিষয়টি নিয়ে কাজ করছি। তিনি আরও বলেন, আদালতের নির্দেশে তারা যাতে জামিন নিয়ে নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারেন সে বিষয়টি নিয়েও কাজ করছি। ইতিমধ্যে কয়েকজনের আগাম জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, আজ-কালের মধ্যেই সিটি নির্বাচনে দলের সার্বিক তৎপরতা মনিটরিং শুরু করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কারণআগামী ৯ই এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর নির্বাচনী প্রচারণার ব্যাপারে প্রকাশ্যে আসবেন খালেদা জিয়া। এরইমধ্যে দলের স্থায়ী কমিটি ও জোটের বৈঠক ডাকার সম্ভাবনা রয়েছে। সেখানে আলোচনা করেই নির্বাচনী কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে। দলটির নেতাদের মতে, সিটি নির্বাচনে প্রধানমন্ত্রীর সামনে নির্বাচনী বিধির প্রতিবন্ধকতা থাকলেও পছন্দের প্রার্থীদের জন্য ভোট চাইতে খালেদা জিয়ার আইনি বাধা নেই। কারণ, তিনি এমপি-মন্ত্রী বা জাতীয় সংসদের বিরোধী দলের নেতা নন। নেতারা মনে করেন, দলের চেয়ারপারসন মাঠে নামলে সাধারণ ভোটারদের মধ্যে সাড়া পড়বে। আর তেমনটি হলে শিগগিরই চট্টগ্রাম সফর করে মহানগরে এক বা একাধিক নির্বাচনী সমাবেশ করতে পারেন। আবার ঢাকায়ও কয়েকটি সমাবেশ করবেন। অন্যদিকে বিএনপি হাইকমান্ডের পক্ষ থেকে চট্টগ্রামে দলের সিনিয়র নেতাদেরকে মেয়র মনজুর আলমের পক্ষে ব্যাপক গণসংযোগের নির্দেশ দেয়া হয়েছে। এমনকি চট্টগ্রামে মনজুর আলমের পক্ষে ভোট চাইতে জনসংযোগে যেতে পারেন বিএনপি চেয়ারপারসন নিজেও। নানা সীমাবদ্ধতার কারণে বৃহত্তর অর্থে আন্দোলনের মাঠে নামতে পারেননি ঢাকা ও চট্টগ্রাম মহানগরবাসী। কিন্তু নির্বাচনের মাঠে মহানগরবাসীকে সর্বাত্মকভাবে মাঠে নামাতে চায় বিএনপি। এ জন্য তৃণমূল নেতাকর্মীরা মরিয়া হয়ে কাজ করছেন। এদিকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের নামে ফৌজদারী মামলা থাকায় তিনি নিজে নির্বাচনী প্রচারনায় নামতে পারছেন না। তবে আজ (বুধবার) সকালে তার পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস প্রচারণা চালান। খিলগায়ের গোড়ানে সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কয়েকটি স্থানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আব্বাসের পক্ষে প্রচারণা চালান তিনি। আর উত্তরের দলের সমর্থিত প্রার্থী চূড়ান্ত না হওয়ায় এখন পর্যন্ত কাউকে মাঠে দেখা যায়নি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব:) মাহবুবুর রহমান টাইমনিউজবিডিকে বলেন, আমরা শুরু থেকেই বলে আসছি আসন্ন সিটি নির্বাচনে সবার জন্য প্রচার প্রচারণার সমান সুযোগ দিতে হবে। সরকার এরইমধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলে দিয়েছে। আশা করছি বিএনপিকে সব ধরনের গণতান্ত্রিক কর্মসূচি পালনের সুযোগ করে দিবে। তবে দলীয় প্রার্থীদের প্রচারণার বিষয়ে তিনি বলেন, দল ও জোট সমর্থিত প্রার্থীদের জয়ী করতে প্রচার-প্রচারণায় সর্বশক্তি নিয়োগ করা হবে। দলের পক্ষ থেকে সেই প্রস্তুতি নেয়া হয়েছে। এমএইচ, কেবি
‘আদর্শ ঢাকা আন্দোলন’ নামের একটি অরাজনৈতিক মঞ্চ। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদকে আহ্বায়ক এবং বিএফইউজের সভাপতি শওকত মাহমুদকে সদস্য সচিব করা হয়েছে। আদর্শ ঢাকা আন্দোলনের স্লোগান হচ্ছে- নিরাপদ ঢাকা চাই, পরিচ্ছন্ন ঢাকা চাই। এছাড়া, প্রতি ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি গঠনসহ নানা কর্মপরিকল্পনা নেয়া হচ্ছে। এরইমধ্যে বেশ কিছু কমিটির খসরা প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে। এসব কমিটির মধ্য থেকেই পরবর্তীতে পোলিং এজেন্ট নিয়োগসহ নির্বাচনের প্রচারণায় জনশক্তিকে কাজে লাগানো হবে। দলীয় সূত্রেজানা গেছে, সিটি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হলেও এখন পর্যন্ত প্রকাশ্যে আসতে পারেননি বিরোধী জোট সমর্থিত প্রার্থীরা। মামলার কারণে আত্মগোপনে থেকেই তারা সম্পন্ন করছেন প্রয়োজনীয় কাজ। মামলা ও গ্রেপ্তার আতঙ্কে গা ঢাকা দিয়ে আছেন কর্মী-সমর্থকরাও। এখন পর্যন্ত রাজধানীর কোথাও ২০ দলের সমর্থনে প্রত্যাশীদের ব্যানার-পোস্টার উঠেনি। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে নির্বাচনের মাঠে লড়াই জমিয়ে তুলতে পারবেন না তারা। তাই নির্বাচনী মাঠে প্রকাশ্যে জোরালো তৎপরতা শুরু করার জন্য প্রার্থী ও নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে জামিনের প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে বিএনপির আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া টাইমনিউজবিডিকে বলেন, সিটি নির্বাচনে যারা দল সমর্থিত প্রার্থী হয়েছেন এমন নেতাদের নামে বেশ কিছু মামলা রয়েছে। আমরা তাদের আইনি প্রক্রিয়ার বিষয়টি নিয়ে কাজ করছি। তিনি আরও বলেন, আদালতের নির্দেশে তারা যাতে জামিন নিয়ে নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারেন সে বিষয়টি নিয়েও কাজ করছি। ইতিমধ্যে কয়েকজনের আগাম জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, আজ-কালের মধ্যেই সিটি নির্বাচনে দলের সার্বিক তৎপরতা মনিটরিং শুরু করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কারণআগামী ৯ই এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর নির্বাচনী প্রচারণার ব্যাপারে প্রকাশ্যে আসবেন খালেদা জিয়া। এরইমধ্যে দলের স্থায়ী কমিটি ও জোটের বৈঠক ডাকার সম্ভাবনা রয়েছে। সেখানে আলোচনা করেই নির্বাচনী কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে। দলটির নেতাদের মতে, সিটি নির্বাচনে প্রধানমন্ত্রীর সামনে নির্বাচনী বিধির প্রতিবন্ধকতা থাকলেও পছন্দের প্রার্থীদের জন্য ভোট চাইতে খালেদা জিয়ার আইনি বাধা নেই। কারণ, তিনি এমপি-মন্ত্রী বা জাতীয় সংসদের বিরোধী দলের নেতা নন। নেতারা মনে করেন, দলের চেয়ারপারসন মাঠে নামলে সাধারণ ভোটারদের মধ্যে সাড়া পড়বে। আর তেমনটি হলে শিগগিরই চট্টগ্রাম সফর করে মহানগরে এক বা একাধিক নির্বাচনী সমাবেশ করতে পারেন। আবার ঢাকায়ও কয়েকটি সমাবেশ করবেন। অন্যদিকে বিএনপি হাইকমান্ডের পক্ষ থেকে চট্টগ্রামে দলের সিনিয়র নেতাদেরকে মেয়র মনজুর আলমের পক্ষে ব্যাপক গণসংযোগের নির্দেশ দেয়া হয়েছে। এমনকি চট্টগ্রামে মনজুর আলমের পক্ষে ভোট চাইতে জনসংযোগে যেতে পারেন বিএনপি চেয়ারপারসন নিজেও। নানা সীমাবদ্ধতার কারণে বৃহত্তর অর্থে আন্দোলনের মাঠে নামতে পারেননি ঢাকা ও চট্টগ্রাম মহানগরবাসী। কিন্তু নির্বাচনের মাঠে মহানগরবাসীকে সর্বাত্মকভাবে মাঠে নামাতে চায় বিএনপি। এ জন্য তৃণমূল নেতাকর্মীরা মরিয়া হয়ে কাজ করছেন। এদিকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের নামে ফৌজদারী মামলা থাকায় তিনি নিজে নির্বাচনী প্রচারনায় নামতে পারছেন না। তবে আজ (বুধবার) সকালে তার পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস প্রচারণা চালান। খিলগায়ের গোড়ানে সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কয়েকটি স্থানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আব্বাসের পক্ষে প্রচারণা চালান তিনি। আর উত্তরের দলের সমর্থিত প্রার্থী চূড়ান্ত না হওয়ায় এখন পর্যন্ত কাউকে মাঠে দেখা যায়নি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব:) মাহবুবুর রহমান টাইমনিউজবিডিকে বলেন, আমরা শুরু থেকেই বলে আসছি আসন্ন সিটি নির্বাচনে সবার জন্য প্রচার প্রচারণার সমান সুযোগ দিতে হবে। সরকার এরইমধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলে দিয়েছে। আশা করছি বিএনপিকে সব ধরনের গণতান্ত্রিক কর্মসূচি পালনের সুযোগ করে দিবে। তবে দলীয় প্রার্থীদের প্রচারণার বিষয়ে তিনি বলেন, দল ও জোট সমর্থিত প্রার্থীদের জয়ী করতে প্রচার-প্রচারণায় সর্বশক্তি নিয়োগ করা হবে। দলের পক্ষ থেকে সেই প্রস্তুতি নেয়া হয়েছে। এমএইচ, কেবি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment