Wednesday, April 1, 2015

সর্বোচ্চ মৃত্যুদণ্ডের দেশ চীন: অ্যামনেস্টি:Time News

সর্বোচ্চ মৃত্যুদণ্ডের দেশ চীন: অ্যামনেস্টি টাইম ডেস্ক টাইম নিউজ বিডি, ০১ এপ্রিল, ২০১৫ ১৫:৫০:৪৯ গত বছর বিশ্বে যত মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তার এক তৃতীয়াংশের বেশিই ঘটেছে মিশর ও নাইজেরিয়ায়। এ দুটো দেশে ১,০০০ এর বেশি লোককে সর্বোচ্চ এই শাস্তি দেয়া হয়েছে। মৃত্যুদণ্ড নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত বছর নাইজেরিয়ায় হত্যা ও সশস্ত্র ডাকাতির অভিযোগে ৬৫৯ জনকে মৃত্যুদণ্ড
দেয়া হয়েছে। এছাড়া বোকো হারামের বিরুদ্ধে অভিযানে অস্বীকৃতি জানানোর কারণে ৫৪ সেনাকেও মৃত্যুদণ্ড দেয়া হয়। দেশটিতে ২০১৩ সালের তুলনায় গত বছর অতিরিক্ত ১৪১ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। মিশরে গত বছর গণবিচারে ৫০৯ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এর মধ্যে ১১ জন পুলিশ হত্যার অভিযোগে গত ডিসেম্বরে ১৮৮জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। গত বছর যুক্তরাষ্ট্রে ৭২ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, গত বছর মৃত্যুদণ্ড দেয়ার সংখ্যা ২৮ শতাংশ বেড়েছে। এ সময় ৫৫টি দেশে ২,৪৬৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। একই সময় বিশ্বের ২২টি দেশে ৬০৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে এই সংখ্যা চূড়ান্ত নয়। অ্যামনেস্টি জানিয়েছে, চীন, উত্তর কোরিয়া ও ইরানের ফাঁসি কার্যকরের সঠিক সংখ্যা পাওয়া যায় না। যুক্তরাষ্ট্রভিত্তিক দুই হুয়া ফাউন্ডেশনের মতে, শুধু চীনেই গত বছর ২৪০০ লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ সময় ইরানে অন্তত ২৮৯ জন, সৌদি আরবে অন্তত ৯০ জন, ইরাকে অন্তত ৬১ জন এবং যুক্তরাষ্ট্রে অন্তত ৩৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অ্যামনেস্টি বলছে, গত বছরের শেষ নাগাদ মৃত্যুদণ্ডের সাজা নিয়ে জীবনযাপন করছিল ১৯,০০০ লোক। এএইচ


No comments:

Post a Comment