Saturday, June 13, 2015

রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার রাতে:আরটিএনএন

রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার রাতে নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: আগামী ১৮ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। এক্ষেত্রে বৃহস্পতিবার রাতে সেহরি খাওয়ার মাধ্যমে শুক্রবার পবিত্র রমজান শুরু হতে পারে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি এ তথ্য জানিয়েছে। সোসাইটি জানিয়েছে, আগামী ১৬ জুন (মঙ্গলবার) রাত ৮টা ৫ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ করে নতুন
চাঁদের জন্ম হবে। এটি পরদিন ১৭ জুন সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ৭ ডিগ্রি নিচে ২৮৭ ডিগ্রি দিঘংশে অবস্থান করবে এবং ৩৬ মিনিট শেষে সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে অস্ত যাবে। এ দিন চাঁদের মাত্র ১ শতাংশ আলোকিত থাকলেও অপরিমিত উচ্চতার জন্য বাংলাদেশ থেকে দেখা যাওয়ার সম্ভাবনা নেই। এটি পরদিন ১৮ জুন সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ১৭ ডিগ্রি উপরে ২৮১ ডিগ্রি দিঘংশে অবস্থান করবে এবং প্রায় এক ঘণ্টা ২৫ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে রাত ৮টা ১২ মিনিটে ২৮৮ ডিগ্রি দিঘংশে অস্ত যাবে। এ সময় চাঁদের ৪ শতাংশ আলোকিত থাকবে। বাংলাদেশের আকাশ মেঘমুক্ত থাকলে একে বেশ স্পষ্টভাবে দেখা যাবে।  মন্তব্য      

No comments:

Post a Comment